মহাকাশে প্রাণের উৎপত্তির প্রধান উপাদান পেল নাসা

ওয়াশিংটন: প্রাণের আরও এক উৎসের হদিশ মিলল মহাকাশে৷ প্রমাণিত হল প্রাগৈতিহাসিক পৃথিবীতে উল্কাখন্ডের অভিঘাত সৃষ্টি হয়েছিল প্রাণের স্পন্দন৷ পাওয়া গেল চিনির অস্তিত্ব৷ এমনই তথ্য খুঁজে পেয়েছে নাসা৷ আন্তর্জাতির বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত নিবন্ধে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানিয়েছেন, এর আগেও উল্কাখন্ড থেকে প্রাণ সৃষ্টি হওয়ার বেশ কিছু উপাদান পাওয়া গিয়েছে৷ উপাদানগুলির মধ্যে ছিল অ্যামিনো অক্সাইড

1e63a33cb7b4bec1cbdc447c97bdca71

মহাকাশে প্রাণের উৎপত্তির প্রধান উপাদান পেল নাসা

ওয়াশিংটন: প্রাণের আরও এক উৎসের হদিশ মিলল মহাকাশে৷ প্রমাণিত হল প্রাগৈতিহাসিক পৃথিবীতে উল্কাখন্ডের অভিঘাত সৃষ্টি হয়েছিল প্রাণের স্পন্দন৷ পাওয়া গেল চিনির অস্তিত্ব৷ এমনই তথ্য খুঁজে পেয়েছে নাসা৷

আন্তর্জাতির বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত নিবন্ধে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানিয়েছেন, এর আগেও উল্কাখন্ড থেকে প্রাণ সৃষ্টি হওয়ার বেশ কিছু উপাদান পাওয়া গিয়েছে৷ উপাদানগুলির মধ্যে ছিল অ্যামিনো অক্সাইড এবং নিউক্লিয়৷

কিন্তু প্রাণ উৎপত্তির অন্যতম উপাদান শর্করা বা চিনি এই প্রথম পাওয়া গেল৷ গবেষণায় জানানো হয়েছে, প্রথম মহাকাশে রাইবোজের প্রত্যক্ষ নমুনা পাওয়া গিয়েছে শর্করা৷ প্রাগৈতিহাসিক পৃথিবীতে হয়তো আরএনএ নির্মানে সাহায্য করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *