সৌরজগতের মধ্যেই রয়েছে আরও এক পৃথিবী? ঠিকানার জানালেন গবেষকেরা

ওসাকা: মহাকাশ গবেষণায় মাইল ফলক গড়েছে ভারত৷ ইসরোর তৈরি তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ভারতের মুকুটে জুড়ে গিয়েছে সাফল্যের নয়া পালক৷ গত ২৩ অগাস্ট তৃতীয় চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার পর টানা ১৪ দিন পৃথিবীর আত্মজার বুকে গুটি গুটি পায়ে হেঁটে অনুসন্ধানের কাজ চালিয়েছে রোভার প্রজ্ঞান৷ কাজ করেছে ল্যান্ডার বিক্রমও৷ একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাঠিয়েছে পৃথিবীর বুকে৷
ফুরিয়েছে জীবন৷ আপাতত চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ঘুমের দেশে’ ঢলে পড়েছে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এদিকে, চন্দ্রযান-৩ এর সাফল্যের মাঝেই সূর্যের পথে পাড়ি দিয়েছে ভারতের তৈরি প্রথম সৌরযান আদিত্য-এল১। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পর পর সাফল্য নিয়ে যখন উচ্ছ্বসিত মহাকাশ বিজ্ঞানীরা, তখন প্রকাশ্যে উঠে এল নতুন এক তথ্য৷ জানা গেল, সৌরজগতের মধ্যেই নাকি রয়েছে পৃথিবী সদৃশ একটি গ্রহ৷ এমনটাই দাবি করেছেন মহাকাশ গবেষকেরা। কিন্তু সৌরজগতের ঠিক কোন জায়গায় রয়েছে রহস্যময় এই পৃথিবী? কোন দিকে চোখ রাখলে মিলতে পারে এর সন্ধান? সেই সন্ধানও দিয়েছেন বিজ্ঞানীরা৷
‘দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে একটি গবেষণামূলক প্রতিবেদন৷ তা থেকে জানা গিয়েছে, নেপচুনের কক্ষপথ ছাড়িয়ে পৃথিবীর মতো আরও একটি গ্রহ থাকার সম্ভাবনা রয়েছে৷ জাপানের ওসাকার কিন্ডাই ইউনিভার্সিটির প্যাট্রিক সোফিয়া লাইকাওয়াকা এবং জাপানের টোকিয়োর ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির টাকাশি আইটো মিলিত ভাবে এই গবেষণা করেছেন।
তাঁদের দাবি, সূর্য থেকে ২৫০ - ৫০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে হতে পারে এই গ্রহের অবস্থান। মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন, বহু বছর আগে সৌরজগতের কুইপার বেল্ট প্ল্যানেট (কেবিপি) অঞ্চলে এমনই একটি গ্রহের অস্তিত্ব ছিল, যার বৈশিষ্ট্য অনেকটাই পৃথিবীর মতো। গবেষকদের দাবি, এমন গ্রহের অস্তিত্ব পাওয়া গেলে তা মহাকাশ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। গ্রহের সৃষ্টি থেকে বিবর্তন, নানা নিত্যনতুন বিষয় সম্পর্কে জানা যেতে পারে।
তবে পৃথিবীর মতো গ্রহ যে সৌরপরিবারে থাকতে পারে, সেই অনুমান আগেও করেছেন গবেষকেরা। এই অজানা গ্রহ ‘প্ল্যানেট এক্স’ নামেও পরিচিত। গবেষকদের একাংশের দাবি, এই গ্রহের আকার নাকি গুরুগ্রহ বৃহস্পতির চেয়েও বড়।
কিছুদিন আগে পর্যন্ত সৌরজগতে মোট গ্রহের সংখ্যা ছিল নয়। সূর্যের থেকে দূরত্ব অনুযায়ী এগুলি হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। শেষেরটি অবশ্য আকারে অত্যন্ত ছোট হওয়ায় গ্রহের তালিকা থেকে বাদ পড়েছে। বর্তমানে প্লুটোকে বামন গ্রহ বলেই উল্লেখ করে থাকেন জ্যোতির্বিজ্ঞানীরা। এগুলি ছাড়া সৌরজগতে আর কোনও গ্রহ নেই বলেই দাবি করতেন তাঁরা। কিন্তু সেই ধারণাই এবার বড় বদল আসতে চলেছে।
গবেষকদের দাবি, প্লুটোর পর সৌরজগতে আরও একটি গ্রহ রয়েছে। যার পোশাকি নাম প্ল্যানেট এক্স। অনেকে আবার বলছেন প্ল্যাটেন নাইন। তবে এই গ্রহ আমাদের পৃথিবীর চেয়ে আকারে অন্তত ১০ গুণ বড়। তবে গ্রহটি সম্পর্কে অনেক তথ্য অজানা থেকে যাওয়ায়, এখনও পর্যন্ত প্ল্যানেট এক্স সরকারি স্বীকৃতি পায়নি। নাসা-র বিজ্ঞানীদের অনুমান, সূর্যের থেকে নেপচুনের যে দূরত্ব, তার চেয়ে অন্তত ২০ গুণ বেশি দূরে মহাশূন্যে ভেসে রয়েছে এই দৈত্যাকার গ্রহ।