মঙ্গলের সঙ্গে একসারিতে আসছে বৃহস্পতি! দু’য়ের জুটিতে মহাজাগতিক দৃশ্য মহাকাশে

কলকাতা: আগামী ১৪ অগাস্ট মহাকাশে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলছে৷ ঘটবে মহা সংযোগ৷  একে অপরের সঙ্গে মিলিত হবে মঙ্গল আর বৃহস্পতি৷ এক দৃষ্টিনন্দন ঘটনার…

mars jupitar

কলকাতা: আগামী ১৪ অগাস্ট মহাকাশে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলছে৷ ঘটবে মহা সংযোগ৷  একে অপরের সঙ্গে মিলিত হবে মঙ্গল আর বৃহস্পতি৷ এক দৃষ্টিনন্দন ঘটনার সাক্ষী থাকবে মহাকাশপ্রেমীরা৷  দুই গ্রহের মধ্যে দূরত্ব থাকবে মাত্র তিন ডিগ্রি৷ যা পূর্ণ চাঁদের প্রস্থের চেয়েও কম। নাসার বিজ্ঞানীরা বলছেন, বিশেষ কোনও যন্ত্র ছাড়াই ১৪ অগাস্ট সূর্যোদয়ের প্রায় এক ঘণ্টা আগে পূর্ব আকাশে মঙ্গল এবং বৃহস্পতির এই মেলবন্ধন দেখা যাবে।

সূর্যোদয়ের পর বৃহস্পতি এবং মঙ্গলকে জুড়ে দেবে চাঁদ৷ বৃহস্পতির পাশে এবং মঙ্গলগ্রহের
ঠিক উপরে দেখা যাবে পৃথিবীর আত্মজাকে৷ যা মহাকাশের এই দৃশ্যপটকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। এই মিলন ২৭ অগাস্ট সূর্যোদয়ের এক ঘণ্টা আগেও দেখা যাবে।

কেন গ্রহের সংযোগ ঘটে?

আকাশে গ্রহের সংযোগ তখনই ঘটে যখন পৃথিবীর দৃষ্টিকোণ থেকে দুটি গ্রহ খুব কাছাকাছি অবস্থান করে। এই সময় গ্রহগুলি একই দৃষ্টিসীমার মধ্যে সারিবদ্ধ হয়, যদিও তারা মহাকাশে লক্ষ লক্ষ কিলোমিটার দূরত্বে থাকে।