মহাশূন্য থেকে জঙ্গি ঘাঁটির অন্দরে ছবি পাঠাবে ইসরো’র এই উপগ্রহ

নয়াদিল্লি: একটুর জন্য চন্দ্র অভিযানে সাফল্য হাত ছাড়া হয়েছে ইসরোর৷ চাঁদের মাটি থেকে মাত্র ৫০০ মিটির দূরে হারিয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রম৷ ফলে, চাঁদের মাটিতে পা রাখার স্বপ্ন পূরণ হয়নি ভারতের৷ কিন্তু, তা কি, সাফল্য-ব্যর্থতা নিয়ে ফের মহাশূন্য পা বাড়াল ইসরো৷ ফের নয়া উপগ্রহের সফল উৎক্ষেপ করল ইসরো৷ তবে, এবার চাঁদ নয়, লক্ষ্য জঙ্গি ঘাঁটির অন্দরের

মহাশূন্য থেকে জঙ্গি ঘাঁটির অন্দরে ছবি পাঠাবে ইসরো’র এই উপগ্রহ

নয়াদিল্লি: একটুর জন্য চন্দ্র অভিযানে সাফল্য হাত ছাড়া হয়েছে ইসরোর৷ চাঁদের মাটি থেকে মাত্র ৫০০ মিটির দূরে হারিয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রম৷ ফলে, চাঁদের মাটিতে পা রাখার স্বপ্ন পূরণ হয়নি ভারতের৷ কিন্তু, তা কি, সাফল্য-ব্যর্থতা নিয়ে ফের মহাশূন্য পা বাড়াল ইসরো৷ ফের নয়া উপগ্রহের সফল উৎক্ষেপ করল ইসরো৷ তবে, এবার চাঁদ নয়, লক্ষ্য জঙ্গি ঘাঁটির অন্দরের সমস্ত তথ্য ইসরোকে পাঠানো৷

আজ সকালে ৯.২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাশূন্য সফল ভাবে পা রেখেছে ইসরোর তৈরি নয়া কার্টোস্যাট-থ্রি৷ পিএসএলভি সি ফোর্টি ৭ রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ পাঠাতে সফল হয়েছে ইসরো৷ এই নিয়ে ৭৪তম সফল উৎক্ষেপনের নজির গড়ল ইসরো৷

কী আছে এই কার্টোস্যাট-৩ উপগ্রহে? জানা গিয়েছে, পাক জঙ্গি ঘাঁটির উপর নজর রাখতে শক্তিশালী ক্যামেরা রয়েছে উপগ্রহে৷ এই ক্যামেরার শত্রুদেশের সেনা ও জঙ্গি ঘাঁটিগুলির উপর নজর রাখবে৷ তুলে আনবে শত্রুদেশের জঙ্গি ঘাঁটির অন্দরমহলের ছবি৷ নজরে থাকবে সেনা ঘাঁটিও৷ নজরদাবির নিখুঁত ভিডিও ইসরোর দপ্তরে পাঠাবে এই কার্টোস্যাট-৩ উপগ্রহটি৷ ছবি ও ভিডিও দু’ই এক সঙ্গে পাঠাতে সক্ষম এই উপগ্রহ৷ গভীর জঙ্গল কিংবা পাহাড়, জঙ্গলের আড়াল থেকেও জঙ্গি ডেরার ভৌগোলিক অবস্থান থেকে নজরদারি সইব করতে পারবে উপগ্রহে বসানো বিশ্বের চতুর্থ শক্তিশালী ক্যামেরার চোখ৷

এর আগে এমন ক্যামেরা পাঠিয়েছে আমেরিকা৷ রাশিয়ার হাতেও রয়েছে এমন একটি ক্যামেরার উপগ্রহ৷ এবার ইজরায়েলের পর ভারত চতুর্থ দেশ হিসাবে শক্তিশালী ক্যামেরা পাঠাল মহাকাশে৷

জানা গিয়েছে, মহাকাশ থেকে পৃথিবীতে থাকা ০.২৫ মিটারের কোনও বস্তুর ছবিও তুলতে অনাতে পারবে এই উপগ্রহ৷ গিরিখাদ কিংবা জঙ্গল, বাদ যাবে না কিছুই৷ প্রতিদিন ধারাবাহিক ভাবে নজরদারি চালাবে বিশেষ এই যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =