ভারতীয় সেনবাহীর শক্তি বাড়িয়ে মহাকাশে পারি ইসরোর GSLV-F11

শ্রী হরিকোটার দ্বিতীয় উৎক্ষেপন কেন্দ্র থেকে GSLV-F11 (GSLV Mk II) রকেটে চড়ে আজ, বিকালে মহাকাশে পারি জামাল ইসরো-এর তৈরি ভারতের নতুন মিলিটারি স্যাটেলাইট Gsat-7A। এই কমিউনিকেশন স্যাটেলাইটটি ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন রাডার স্টেশন, এয়ারবেস এবং AWACS (Airborne Warning and Control System) বিমানের মধ্যে সর্বাধুনিক পদ্ধতিতে সংযোগরক্ষা করবে। এছাড়াও যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান জানা, ড্রোন উড়িয়ে শত্রুকে চিহ্নিত

ভারতীয় সেনবাহীর শক্তি বাড়িয়ে মহাকাশে পারি ইসরোর GSLV-F11

শ্রী হরিকোটার দ্বিতীয় উৎক্ষেপন কেন্দ্র থেকে GSLV-F11 (GSLV Mk II) রকেটে চড়ে আজ, বিকালে মহাকাশে পারি জামাল ইসরো-এর তৈরি ভারতের নতুন মিলিটারি স্যাটেলাইট Gsat-7A। এই কমিউনিকেশন স্যাটেলাইটটি ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন রাডার স্টেশন, এয়ারবেস এবং AWACS (Airborne Warning and Control System) বিমানের মধ্যে সর্বাধুনিক পদ্ধতিতে সংযোগরক্ষা করবে। এছাড়াও যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান জানা, ড্রোন উড়িয়ে শত্রুকে চিহ্নিত করা ও ড্রোন থেকে মিসাইল ছুঁড়ে শত্রুকে গুঁড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা ভারতের হাতে রয়েছে, অত্যাধুনিক Gsat-7A স্যাটেলাইটের সাহায্যে তা আরও নিখুঁতভাবে হবে বলে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আশা করছেন। মাটিতে থাকা যে সমস্ত কন্ট্রোল স্টেশনগুলি ভারতীয় সেনাবাহিনীর মানবহীন বিমান ‘UAV’ নিয়ন্ত্রণ করে, Gsat-7A স্যাটেলাইটটি, এই কন্ট্রোল স্টেশনগুলি কাজে বিশেষভাবে সাহায্য করবে। মানবহীন বিমানগুলির অভিযানের পরিসীমা ও কার্যক্ষমতা বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =