চলতি বছরে মহাকাশ অভিযানে রেকর্ড গড়বে ISRO

চলতি বছরে আরও ৩২টি মহাকাশ অভিযান চালাবে ISRO। সম্প্রতি এক শীর্ষ আধিকারিক এই কথা জানিয়েছেন৷ ‘‘২০১৯ সাল ISRO-এর কাছে একটা চ্যালেঞ্জিং বছর৷ এই বছর ৩২টি মহাকাশ অভিযানের পরিকল্পনা রয়েছে৷” সহকর্মীদের নতুন বছরের বার্তায় বলেন ISRO প্রধান কে সিভান৷ এর মধ্যেই রয়েছে ‘চন্দ্রযান–২’ এর মতো গুরুত্বপূর্ণ অভিযান৷ এই অভিযানে চন্দ্র পৃষ্ঠে নামবে একটি যান৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা

চলতি বছরে মহাকাশ অভিযানে রেকর্ড গড়বে ISRO

চলতি বছরে আরও ৩২টি মহাকাশ অভিযান চালাবে ISRO। সম্প্রতি এক শীর্ষ আধিকারিক এই কথা জানিয়েছেন৷ ‘‘২০১৯ সাল ISRO-এর কাছে একটা চ্যালেঞ্জিং বছর৷ এই বছর ৩২টি মহাকাশ অভিযানের পরিকল্পনা রয়েছে৷” সহকর্মীদের নতুন বছরের বার্তায় বলেন ISRO প্রধান কে সিভান৷

এর মধ্যেই রয়েছে ‘চন্দ্রযান–২’ এর মতো গুরুত্বপূর্ণ অভিযান৷ এই অভিযানে চন্দ্র পৃষ্ঠে নামবে একটি যান৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে ‘চন্দ্রযান-২’ মিশন শুরু হবে৷ ২০২০-২১ সালে প্রথম মহাকাশে যাবেন ভারতীয়৷ ২০১৯ সালে সেই অভিযানের কাজ শুরু করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা৷ সিভান বলেন, “এই বছর থেকেই ‘গগণযান’ অভিযানে পুরোদমে কাজ শুরু হবে৷” সম্প্রতি একটি নতুন লঞ্চ প্যাড তৈরির কাজে ব্যস্ত ISRO। সিভান বলেন “ভারতবাসীর বিপুল আস্থার কারনে এক বছরে ২৩টি আলাদা অভিযানের জন্য ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে ISRO।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *