ইসরোর বিজ্ঞানীদের বেতন কমানো কেন্দ্র! তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: নিখোঁজ বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য যখন দিনরাত এক করে উঠে পড়ে লেগেছেন ইসরোর বিজ্ঞানীরা, ঠিক তার আগেই নজিরবিহীনভাবে বেতন কমানো হল বিজ্ঞানীদের৷ গত ২২ জুন নির্দেশিকা জারি করে ইসরোর বিজ্ঞানীদের বেতন একধাক্কায় অন্তত ১০ হাজার টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত পয়লা জুলাই থেকে কম বেতন

ইসরোর বিজ্ঞানীদের বেতন কমানো কেন্দ্র! তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: নিখোঁজ বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য যখন দিনরাত এক করে উঠে পড়ে লেগেছেন ইসরোর বিজ্ঞানীরা, ঠিক তার আগেই নজিরবিহীনভাবে বেতন কমানো হল বিজ্ঞানীদের৷ গত ২২ জুন নির্দেশিকা জারি করে ইসরোর বিজ্ঞানীদের বেতন একধাক্কায় অন্তত ১০ হাজার টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার৷

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত পয়লা জুলাই থেকে কম বেতন নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন বিজ্ঞানীরা৷ এক ধাক্কায় বেতন ১০ হাজার টাকা কমার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেন বিজ্ঞানীরা৷ ইসরোর চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছেন বিজ্ঞানীদের সংস্থা স্পেস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন৷ বেতন কমানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা৷ চেয়ারম্যানকে চিঠি লিখে সরকারের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হয়েছে৷

ভারতের চন্দ্রযান অভিযান ৯৫ শতাংশ সাফল বলে আগেই বলে জানিয়েছে ইসরো৷ ভারতীয় বিজ্ঞানীদের কর্মকুশলতা ও আন্তরিকতা দেশবাসীর মোন জয় করে নিয়েছে৷ ইতিমধ্যেই গোটা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে হয়েছেন বিজ্ঞানীরা৷ রাজনৈতিক মহলের তরফেও বিজ্ঞানীদের সমর্থন জানানো হয়েছে৷ খোদ নরেন্দ্র মোদির বিজ্ঞানীদের বাহবা দিয়েছেন৷ কিন্তু হঠাৎ করে বিজ্ঞানীদের বেতন কমিয়ে দেওয়ার ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ [কেন্দ্রের বিজ্ঞপ্তি দেখুন এই লিঙ্কে- prl.res.in/~notices/pdf/DOSOM/2019/DiscontinuationOfTwoAddIncr.pdf]

ইসরোর বিজ্ঞানীদের বেতন কমানো কেন্দ্র! তুঙ্গে বিতর্কজানা গিয়েছে, মোদি সরকারের নির্দেশ অনুযায়ী ইসরোর ৯০ শতাংশের বেশি কর্মী জুলাই মাস থেকে অন্তত ১০ হাজার টাকা কম বেতন পাচ্ছেন৷ মহাকাশ গবেষণায় নিযুক্ত বিজ্ঞানীদের উৎসাহ দিতে ও নতুন নতুন মেধাকে আকর্ষণ করার লক্ষ্যে ১৯৯৬ সালে ইসরোর কর্মীদের উচ্চহারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়৷ সুপ্রিম কোর্টের রায়ে সাফ বলা হয়, ইসরোর বর্ধিত আয় ইসরোর কর্মীদের বেতন হিসেবে যুক্ত করতে হবে৷ বিশেষ ভাতা হিসেবে নয়৷ সেই মতো ভারতের তৎকালীন রাষ্ট্রপতি দু’বার বেতন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেন৷

২০১৯ এর ২২ জুলাই সাফল্যের সঙ্গে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-২৷ তার ঠিক আগে গত ১২ জুন একটি নির্দেশ প্রকাশ করে কেন্দ্রের তরফে জানানো হয়, ১৯৯৬ সালে বিজ্ঞানীরা দু’বার বেতন বৃদ্ধির যে সুবিধা ভোগ করে আসছেন, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে৷ পয়লা জুলাই থেকে এই আদেশনামা কার্যকর হয়ে যাবে বলে আদেশনামা জানানো হয়৷
এই নিয়ে কংগ্রেস সাংসদ মতিলাল ভরা গত ৩০ জুলাই রাজ্যসভার অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন৷ সরকারের আদেশনামা প্রত্যাহারের দাবি জানান৷ ইসরোর বিজ্ঞানীদের বেতন কমানোর আদেশ ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *