অন্য গ্রহে প্রাণের সন্ধানে ঝাঁপাচ্ছে ইসরো

নয়াদিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র গ্রহ সংক্রান্ত অভিযানগুলির সাহায্যে গ্রহপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে৷ দূরসংবেদী যন্ত্রপাতি ও উচ্চ মানের নির্ণয়কারী প্রতিবিম্ব ব্যবস্থার সাহায্যে ভূখণ্ড ও তার ভৌগোলিক বিবরণ সম্পর্কে ধারণা করা সম্ভব হয়েছে বলে পিআইবি জানিয়েছে৷ সৌর জগতে দেশের আগামী অভিযানগুলির সাহায্যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে অনুসন্ধান চালানো হবে বলেও

অন্য গ্রহে প্রাণের সন্ধানে ঝাঁপাচ্ছে ইসরো

নয়াদিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র গ্রহ সংক্রান্ত অভিযানগুলির সাহায্যে গ্রহপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে৷ দূরসংবেদী যন্ত্রপাতি ও উচ্চ মানের নির্ণয়কারী প্রতিবিম্ব ব্যবস্থার সাহায্যে ভূখণ্ড ও তার ভৌগোলিক বিবরণ সম্পর্কে ধারণা করা সম্ভব হয়েছে বলে পিআইবি জানিয়েছে৷ সৌর জগতে দেশের আগামী অভিযানগুলির সাহায্যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে অনুসন্ধান চালানো হবে বলেও বিবৃতি জারি করেছে পিআইবি৷

ভারতীয় মহাকাশ দপ্তর ইতিমধ্যেই জয়পুরের এমএনআইটিতে মহাকাশ সংক্রান্ত একটি আঞ্চল জ্ঞানভিত্তিক কেন্দ্র বা আরএসিএস গড়ে তুলেছে৷ এছাড়াও, মহাকাশ দপ্তর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত আরও একটি কেন্দ্র গড়ে তোলার তাগিদে জম্মুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে বলেও খবর৷ আরএসিএসকে এই খাতে ২ কোটি টাকাও দেওয়া হয়েছে ও প্রকল্পটির অগ্রগতি অনুযায়ী অর্থ বরাদ্দ বাড়তে পারে৷ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মচারী, গণঅভিযোগ এবং পেনশন, আনবিক শক্তি ও মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য প্রকাশ্যে এনেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =