নাসার স্বয়ংক্রিয় মহাকাশযান ‘ইনসাইট’-এর দৌলতে এই প্রথম মঙ্গলগ্রহে হাওয়ার শব্দ শুনতে পেল মানুষ। শুক্রবার মার্কিন মহাকাশ সংস্থা তরফে জানানো হয়েছে, ‘ইনসাইট’-এর সোলার প্যানেলে ধরা পড়েছে লালগ্রহে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ মাইল (সেকেন্ডে পাঁচ থেকে সাত মিটার)। গত ২৬ নভেম্বর ‘ইনসাইট’ মঙ্গলগ্রহে অবতরণ করেছে। হাওয়ার স্পন্দন বা কম্পন থেকেই ‘ইনসাইট’ এই গতিবেগ নির্ণয় করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজে গবেষণার মূল দায়িত্বে থাকা টমাস পাইক। তিনি বলেছেন, এটা হল হাওয়ায় পতাকার আন্দোলিত হওয়ার মতোই ঘটনা। হাওয়ার শব্দও রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়েছে ‘ইনসাইট’। এই মহাকাশযান মঙ্গলের অনেক অজানা তথ্য জানতে সাহায্য করবে বলেই দাবি বিজ্ঞানীদের। যেমন, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের মাধ্যমে মঙ্গলের ভূকম্পনের মাত্রা মাপা হবে। মঙ্গলের পরিমণ্ডল থেকে নির্গত তাপমাত্রার নিখুঁতভাবে মাপার ক্ষমতা রয়েছে ‘ইনসাইট’-এর। প্রসঙ্গত, ১৯৭৬ সালে নাসার মহাকাশযান ভাইকিং ১ এবং ২ মঙ্গলের হাওয়া সম্পর্কে সঙ্কেত পাঠিয়েছিল।
#Mars, I hear you and I’m feeling the good vibrations left in the wake of your Martian winds. Take a listen to the #SoundsOfMars I’ve picked up. ?
More on https://t.co/auhFdfiUMg pic.twitter.com/shVmYbfHRs— NASA InSight (@NASAInSight) December 7, 2018