চাঁদের বুকে নিস্ক্রিয় ‘বিক্রম’কে বাঁচানো সম্ভব? কোন পথে ইসরো?

নয়াদিল্লি: অবশেষে বিক্রমের সন্ধান পেল ইসরো৷ বিক্রম খুব সম্ভবত অক্ষত অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে৷ অরবিটারের থারমাল ইমেজের মাধ্যমে বিক্রমের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷ বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসরো৷ তবে, এখনও পর্যন্ত বেতার যোগাযোগ বিচ্ছন্ন৷ বিক্রমের সন্ধান মিলতেই নতুন করে উজ্জীবিত ইসরো৷ জানা গিয়েছে, ইসরোর নির্দেশ অনুযায়ী চাঁদের

চাঁদের বুকে নিস্ক্রিয় ‘বিক্রম’কে বাঁচানো সম্ভব? কোন পথে ইসরো?

নয়াদিল্লি: অবশেষে বিক্রমের সন্ধান পেল ইসরো৷ বিক্রম খুব সম্ভবত অক্ষত অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে৷ অরবিটারের থারমাল ইমেজের মাধ্যমে বিক্রমের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷ বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসরো৷ তবে, এখনও পর্যন্ত বেতার যোগাযোগ বিচ্ছন্ন৷ বিক্রমের সন্ধান মিলতেই নতুন করে উজ্জীবিত ইসরো৷

জানা গিয়েছে, ইসরোর নির্দেশ অনুযায়ী চাঁদের মাটিতে নেমতে সক্ষম হয়েছে ল্যান্ডান বিক্রম৷ নির্দেষ্ট স্থানের ৫০০ মিটারের মধ্যেই বিক্রমের সন্ধান পাওয়া গিয়েছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খুব সম্ভবত বিক্রমের চারটি পা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে৷ তবে, বিক্রমের যন্ত্র নতুন ভাবে সক্রিয় করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ৷ তবে, বিক্রিম যদি চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকে, তাহলে তাকে সক্রিয় করা বেশ কঠিন৷ কারণ, সেখান থেকে প্রজ্ঞানের পথ বন্ধ হয়ে যাবে৷ আপাতত বিক্রমের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন এখন প্রথম লক্ষ্য ইসরোর৷ তবে, জ্যোতির্বিজ্ঞানীদের মতো, একটু চেষ্টা করলেই বিক্রমকে বাঁচানো সম্ভব৷ আতাত বিক্রমের অবস্থান ও পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নিতে চলেছে ইসরো৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, অরবিটারের পাঠানো ছবিতে হদিস মিলেছে বিক্রমের৷ অরবিটারের পাঠানো ছবিতে হদিস মিলেছে বলে খবর৷ তবে বিক্রমের সঙ্গে এখনি যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়৷ বিক্রমে কতটা ক্ষতি হয়েছে, তার সন্ধান শুরু হয়েছে৷ বিক্রমকে নতুন করে বাঁচানো যায় কি না, তা নিয়ে শুরু হয়েছে ইসরোর তৎপরতা৷

শেষ ১৫ মিনিটের বিভীষিকার মধ্যে চাঁদের বুকে হারিয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র দু’কিলোমিটার আগে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধকালীন তৎপরতা খোঁজ শুরু করেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা৷ চাঁদের বুকে ভেসে চলা অরবিটারকে কাজে লাগিয়ে বিক্রমের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷

এই মুহূর্তে অরবিটার চাঁদের কক্ষপথে দ্রুত গতিতে ছুটে চলেছে৷ চাঁদের পৃষ্ঠদেশের তথ্য সরাসরি বিজ্ঞানীদের হাতে পাঠিয়ে চলেছে অরবিটার৷ এই অরবিটারের সঙ্গেই যুক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ল্যান্ডারকে সফলভাবে বিচ্ছিন করে দেয় অরবিটার৷ ল্যান্ডারকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর অরবিটার নিজের কাজ শুরু করে দিয়েছে৷ কিন্তু চাঁদের বুকে অবতরণের শেষ ১৫ মিনিটের মধ্যে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হওয়ার ঘটনায় এবার নয়া উদ্যোগে খোঁজ শুরু করে ইসরো৷ অরবিটারকে কাজে লাগিয়ে ল্যান্ডারের খোঁজ শুরু হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷

জানা গিয়েছে, অরবিটারকে দিয়ে ল্যান্ডার বিক্রমের খোঁজ শুরু হতেই মেলে সাফল্য৷ অববিটারের পাঠানো ছবিতে বিক্রমের সন্ধান পাওয়া গিয়েছে৷ এবার বিক্রমের ক্ষতি সারিয়ে ফের যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু করেছে ইসরো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 20 =