ভারতীয় দম্পতিদের মধ্যে কমেছে যৌন ইচ্ছা, নয়া রোগের সন্ধান গবেষকদের

৪০ পেরোলেই ভারতীয় দম্পতিদের মধ্যে যৌন ইচ্ছা চলে যাওয়ার সমস্যা বাড়ছে ক্রমশ। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, ভারতে ৪০ বছরের উপরে থাকা প্রত্যেক তৃতীয় ব্যক্তি এই সমস্যায় ভুগছেন। চিকিৎসা পরিভাষায় এই রোগের নাম টেস্টোস্টেরন ডেফিশিয়েন্সি সিন্ড্রোম বা টিডিএস। এই রোগের কারণে মানুষের দেহে লিবিডোর অভাব দেখা যায়৷ লিবিডো মানব দেহে যৌন ইচ্ছা জাগান দেয়৷ স্যার

ভারতীয় দম্পতিদের মধ্যে কমেছে যৌন ইচ্ছা, নয়া রোগের সন্ধান গবেষকদের

৪০ পেরোলেই ভারতীয় দম্পতিদের মধ্যে যৌন ইচ্ছা চলে যাওয়ার সমস্যা বাড়ছে ক্রমশ। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, ভারতে ৪০ বছরের উপরে থাকা প্রত্যেক তৃতীয় ব্যক্তি এই সমস্যায় ভুগছেন। চিকিৎসা পরিভাষায় এই রোগের নাম টেস্টোস্টেরন ডেফিশিয়েন্সি সিন্ড্রোম বা টিডিএস। এই রোগের কারণে মানুষের দেহে লিবিডোর অভাব দেখা যায়৷  লিবিডো মানব দেহে যৌন ইচ্ছা জাগান দেয়৷

স্যার গঙ্গা রাম হাসপাতালের গবেষকরা সম্প্রতি একটি গবেষণা করেছেন। ওই হাসপাতাদের গবেষকদের একটি দল প্রায় ৭৪৫ জন রোগীর উপর এই গবেষণা চালান৷  প্রায় সাড়ে সাতশো রোগীদের মধ্যে সাধারণ উপসর্গগুলি ছিল, কম শক্তি, যৌনমিলনের সময় উৎপাদিত তরলের পরিমাণ কমে যাওয়া ও লিবিডো বা যৌন ইচ্ছাটাই কমে যাওয়া।

গবেষক ডাঃ সুধীর চাড্ডা জানান, টেস্টোস্টেরন ডেফিশিয়েন্সি সিন্ড্রোমের সঙ্গে বেশ কয়েকটি বিষয় জড়িয়ে। ভিটামিন ডি-এর অভাব, ডায়াবেটিস ও করোনারি হৃদরোগের সঙ্গে উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে মানুষের যৌন ইচ্ছা কমে যাওয়ার, বা যৌন মিলনের শক্তি হ্রাস হওয়ার। গবেষক ডাঃ সুধীর চাড্ডা আরও বলেন, “টিডিএস বা টেস্টোস্টেরন ডেফিশিয়েন্সি সিন্ড্রোম খুবই সাধারণ ঘটনা। আমাদের গবেষণায় যতজনের উপর পরীক্ষা করা হয়েছিল তাঁদের মধ্যে ২৮.৯৯ শতাংশের দেহে এই টেস্টোস্টেরন ডেফিশিয়েন্সি সিন্ড্রোম ছিল। এর অর্থ হচ্ছে, ৪০ বছর বয়সের উপরে যাঁদের বয়স সেই দলের প্রত্যেক তৃতীয় ব্যক্তির টেস্টোস্টেরনের ঘাটতির সমস্যা রয়েছে।” ভারতের মতো দেশে ক্রমেই বাড়ছে এই সমস্যা। শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ বাড়ানো, মানসিক ও কাজের চাপ কমানো মানুষের যৌন ইচ্ছা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =