নয়াদিল্লি: সমস্ত আশা-ভরসা, ১৩০ কোটি জনতার স্বপ্ন বুকে আগলে চাঁদের বুকে চিরতরে হারিয়ে গিয়েছে ল্যান্ডার বিক্রম৷ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ল্যান্ডার বিক্রমের খোঁজ শুরু করেছিল নাসার বিজ্ঞানীরা৷ এবার সেই নাসার পাঠানো ছবিতে মিলল বিক্রমের অস্তিত্বের চাঞ্চল্যকর তথ্য৷
নাসার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ল্যান্ডার বিক্রম ঠিক কোথায় রয়েছে, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি৷ কারণ সফট ল্যান্ডিংয়ের যে জায়গা আগে থেকেই নির্ধারিত করা ছিল, সেই অঞ্চলের বিক্রমের কোনও অস্তিত্ব মেলেনি৷ ফলে খুব সম্ভবত ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং সফট ল্যান্ডিংয়ের পরিবর্তে হার্ড ল্যান্ডিং হয়ে থাকতে পারে৷ নাসার পাঠানো ছবিতে এমনই তথ্য জানিয়েছে নাসা৷
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তরফে দু’টি ছবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে৷ সেখানে যে ছবি দু’টি উল্লেখ করা হয়েছে, তাতে কোথাও ল্যান্ডার বিক্রমের হদিস পাওয়া সম্ভব হয়নি বলেও জানানো হয়েছে৷ মনে করা হচ্ছে, চাঁদের বুকে অবতরণের সময় হয়তো ঝলসে গিয়েছে ল্যান্ডার বিক্রম, অথবা চাঁদের মাটিতে ধূলিঝড়ে অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে বিক্রমের৷
National Aeronautics and Space Administration (NASA): Our
Lunar Reconnaissance Orbiter mission imaged the targeted landing site of India’s #Chandrayaan2 lander, Vikram. The images were taken at dusk & the team was not able to locate the lander. pic.twitter.com/FBej8ZBjQX— ANI (@ANI) September 27, 2019
ফলে নতুন করে আর ল্যান্ডার বিক্রমের সঙ্গে কোনও যোগাযোগ বা তাকে ফিরিয়ে আনার মতো কোনও পরিস্থিতি আর আপাতত নেই৷ যদিও ল্যান্ডার বিক্রমের জীবনকাল ছিল মাত্র ১৪ দিন৷ সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে অনেক আগেই৷ ফলে আপাতত বিক্রমকে ভুলে অরবিটারের পাঠানো তথ্যকে কাজে লাগিয়ে চাঁদের বুকে অজানার খোঁজ শুরু করতে উদ্যোগ নিতে শুরু করেছে ইসরো ও নাসার বিজ্ঞানীরা৷