মালদ্বীপ: ভারত থেকে বিদেশে বেড়াতে যেতে চাওয়া পর্যটকদের জন্য সুখবর৷ ভারতীয় পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলে দিচ্ছে কানাডা, জার্মানি, মালদ্বীপ৷ বিমান পরিষেবা চালু হচ্ছে।
তবে সরকারি ভাবে জানানো হয়েছে, এখন ভারতীয় পর্যটকেরা কানাডায় প্রবেশ করতে হলে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট এবং টিকার সার্টিফিকেট দেখাতে হবে৷ টিকাকরণ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র থাকলে, পর্যটকদের কানাডা পৌঁছে আর নিভৃতবাসে নাও থাকতে হতে পারে। তবে সেক্ষেত্রে কানাডা যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, শুধুমাত্র সেগুলিই গ্রহণযোগ্য হবে। কানাডায় স্বীকৃত কোভিড টিকাগুলি হল: ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রা জেনেকা বা কোভিশিল্ড এবং জনসন অ্যান্ড জনসন।
পাশাপাশি জার্মানিও এবার ভারতীয় পর্যটকদের জন্য নিজেদের দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে। ডেল্টা প্রজাতির কারণে জার্মানির বেশ কয়েকটি দেশে ঢোকার ক্ষেত্রে পর্যটকদের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। ভারত ছাড়াও এই তালিকায় নাম ছিল ইংল্যান্ড, রাশিয়া, নেপাল, পর্তুগালের। এবার সেই বিধিনিষেধ শিথিল করতে চলেছে সেদেশের সরকার। এশিয়ার মধ্যেও মালদ্বীপ এবার ভারত থেকে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিচ্ছে। ইতিমধ্যেই দু’টি বিমান পরিষেবা সংস্থা জানিয়েছে, তারা ভারত থেকে মলদ্বীপের মধ্যে বিমান চলাচল প্রক্রিয়া শুরু করবে।
প্রসঙ্গত, করোনার দাপটে বিভিন্ন দেশই তাদের দরজা বন্ধ করে দিয়েছিল ভারতীয়দের জন্য৷ তবে শুধু ভারতীয় নয়, এই তালিকায় ছিল আরও অনেক দেশের নামই৷ এবার বেশ কয়েকটি দেশ করোনার বিধিনিষেধ শিথিল করতে চলেছে পর্যটকরদের জন্য৷ ফলে ফের বেশ কয়েকটি দেশে বেড়াতে যেতে পারবেন পর্যটকরা৷