নয়াদিল্লি: অবশেষে বিক্রমের সন্ধান পেল ইসরো৷ বিক্রমের অক্ষত অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে৷ অরবিটারের থারমাল ইমেজের মাধ্যমে বিক্রমের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷ বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসরো৷ তবে, এখনও পর্যন্ত বেতার যোগাযোগ বিচ্ছন্ন৷ বিক্রমের সন্ধান মিলতেই নতুন করে উজ্জীবিত ইসরো৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, অরবিটারের পাঠানো ছবিতে হদিস মিলেছে বিক্রমের৷ অরবিটারের পাঠানো ছবিতে হদিস মিলেছে বলে খবর৷ তবে বিক্রমের সঙ্গে এখনি যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়৷ বিক্রমে কতটা ক্ষতি হয়েছে, তার সন্ধান শুরু হয়েছে৷ বিক্রমকে নতুন করে বাঁচানো যায় কি না, তা নিয়ে শুরু হয়েছে ইসরোর তৎপরতা৷
Indian Space Research Organisation (ISRO) Chief, K Sivan to ANI:We’ve found the location of #VikramLander on lunar surface&orbiter has clicked a thermal image of Lander. But there is no communication yet. We are trying to have contact. It will be communicated soon. #Chandrayaan2 pic.twitter.com/1MbIL0VQCo
— ANI (@ANI) September 8, 2019
শেষ ১৫ মিনিটের বিভীষিকার মধ্যে চাঁদের বুকে হারিয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র দু’কিলোমিটার আগে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধকালীন তৎপরতা খোঁজ শুরু করেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা৷ চাঁদের বুকে ভেসে চলা অরবিটারকে কাজে লাগিয়ে বিক্রমের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷
এই মুহূর্তে অরবিটার চাঁদের কক্ষপথে দ্রুত গতিতে ছুটে চলেছে৷ চাঁদের পৃষ্ঠদেশের তথ্য সরাসরি বিজ্ঞানীদের হাতে পাঠিয়ে চলেছে অরবিটার৷ এই অরবিটারের সঙ্গেই যুক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম৷ চাঁদের পৃষ্ঠে অবতরণের জন্য ল্যান্ডারকে সফলভাবে বিচ্ছিন করে দেয় অরবিটার৷ ল্যান্ডারকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর অরবিটার নিজের কাজ শুরু করে দিয়েছে৷ কিন্তু চাঁদের বুকে অবতরণের শেষ ১৫ মিনিটের মধ্যে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হওয়ার ঘটনায় এবার নয়া উদ্যোগে খোঁজ শুরু করে ইসরো৷ অরবিটারকে কাজে লাগিয়ে ল্যান্ডারের খোঁজ শুরু হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷
জানা গিয়েছে, অরবিটারকে দিয়ে ল্যান্ডার বিক্রমের খোঁজ শুরু হতেই মেলে সাফল্য৷ অববিটারের পাঠানো ছবিতে বিক্রমের সন্ধান পাওয়া গিয়েছে৷ এবার বিক্রমের ক্ষতি সারিয়ে ফের যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু করেছে ইসরো৷