সৌরমণ্ডলে ঢুকতে চলেছে মহাজাগতিক বস্তু

সৌরমণ্ডলে ঢুকতে চলেছে মহাজাগতিক বস্তু

আমেরিকা: একটি দানবের মতো আকৃতিবিশিষ্ট মহাজাগতিক বস্তু সৌরমণ্ডলে প্রবেশ করতে  চলেছে। সৌরমণ্ডলের পাঁচিলের ওপারে থাকা পুরু বরফের মহাসাম্রাজ্য ‘ওরট্ ক্লাউড’ থেকে আসছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে এই খবর জানা গিয়েছে৷ 

সেটি কী ধরনের মহাজাগতিক বস্তু, কোনও গ্রহাণু নাকি কোনও ধূমকেতু, তা শুরুতে বোঝাই যায়নি বলে জানিয়েছে নাসা। সম্প্রতি বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, সৌরমণ্ডলের এই অচেনা, অজানা বস্তুটি আসলে একটি সুবিশাল ধূমকেতু। নাসার তরফে জানানো হয়েছে, ‘এত বড় আকৃতির ধূমকেতু আগে দেখা যায়নি৷’ বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘সি/২০১৪ ইউএন ২৭১’। সদ্য বেরিয়েছে ওরট্ ক্লাউড থেকে বেরনো বস্তটি চওড়ায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার। পুরোটাই পুরু বরফ। 

নাসা জানিয়েছে, সদ্য ওরট্ ক্লাউড থেকে বেরিয়েছে ধূমকেতুটি। সৌরমণ্ডলে প্রবেশ করলেই সূর্যকে প্রদক্ষিণ করতে হবে ধূমকেতুটিকে। তখনই তার বরফ গলে মহাকাশে ছড়িয়ে পড়বে এবং পুচ্ছ গজিয়ে উঠবে। পুচ্ছ এখনও তৈরি না হওয়ায় ২০১৪ সালে প্রথম এই মহাজাগতিক বস্তুটির সন্ধান মিললেনও এত দিন বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি সেটি আদতে ধূমকেতু। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা, এখন তার ১০ থেকে ২০ হাজার গুণ দূরে রয়েছে অচেনা, অজানা সেই ধূমকেতু।

নাসা আরও জানিয়েছে, এখনও যে পথে সেটি সৌরমণ্ডলের দিকে ছুটে আসছে, তা থেকে বলা যায় সূর্যকে প্রদক্ষিণ করতে তার সময় লাগবে তার ৫৫ লক্ষ বছর। ২০৩১ সালে এই ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। তখন সেটি শনিগ্রহের একটি কক্ষপথের অদূরে থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 18 =