ঠিক যে পথে চাঁদের বুকে পা রাখবে চন্দ্রযান-২

নয়াদিল্লি: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ চাঁদের উদ্দেশে রওনা হল ভারতের চন্দ্রযান-২৷ গত ১৫ জুলাই উৎক্ষেপনের ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান৷ পরে ত্রুটি কাটিয়ে আজ ফের চাঁদ জয়ের অভিযানে চন্দ্রযান-২ সফল উৎক্ষেপণ ইসরোর৷ জ্বালানি লিক হওয়ার কারণে স্থগিত রাখা হয় চাঁদের অভিযান৷ পরে তা কাটিয়ে ইসরো জানিয়েছে, আজ সোমবার চাঁদের

ঠিক যে পথে চাঁদের বুকে পা রাখবে চন্দ্রযান-২

নয়াদিল্লি: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ চাঁদের উদ্দেশে রওনা হল ভারতের চন্দ্রযান-২৷ গত ১৫ জুলাই উৎক্ষেপনের ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান৷ পরে ত্রুটি কাটিয়ে আজ ফের চাঁদ জয়ের অভিযানে চন্দ্রযান-২ সফল উৎক্ষেপণ ইসরোর৷ জ্বালানি লিক হওয়ার কারণে স্থগিত রাখা হয় চাঁদের অভিযান৷ পরে তা কাটিয়ে ইসরো জানিয়েছে, আজ সোমবার চাঁদের উদ্দেশে রওনা হয় চন্দ্রযান-২৷ আজ দুপুর ২টো ৪৩ মিটিয়ে সফল উৎক্ষেপন হয় চন্দ্রযান-২৷ এখনও পর্যন্ত ঠিকঠাক এগোচ্ছে চন্দ্রযান৷ পাঠাতে শুরু করেছে ছবি৷ চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছতে শুরু করেছে চন্দ্রযান-২-এর মূল অরবিট বাহুবলী৷ ইসরোর এই অভিযানের পর অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

ঠিক যে পথে চাঁদের বুকে পা রাখবে চন্দ্রযান-২:

প্রায় ৪ হাজার কেজির চন্দ্রযান-২কে পিঠে চাপিয়ে রওনা হয়েছে জিএসএলভি মাক থ্রি রকেট৷ সঙ্গে রয়েছে এক ১০৫ টনের ল্যান্ডার ও ৭০ কেজির রোভার৷ দ্বিতীয় পর্যায়ে জিএসএলভি মার্ক থ্রি চাঁদের কক্ষপথে পৌঁছালে চন্দ্রযান-২কে যে উপবৃত্তাকার কক্ষপথে পাঠাবে তার মাপ ১৭০ কিলোমিটার৷ প্রায় ২০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে৷ চাঁদের কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে তিন লক্ষ ২৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত৷ আগস্টে চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-২-এর অরবিট৷

চাঁদের কক্ষপথে ১০০ কিলোমিটার উপরে চন্দ্রযান-২-এর শরীর থেকে বেরিয়ে আসবে ল্যান্ডার৷ ল্যান্ডারের মধ্য থেকে বেরিয়ে আসবে রোভার৷ নামবে চাঁদের দক্ষিণ মেরুতে৷ ছয় চাকার রোভার বেরিয়ে আসবে ল্যান্ডার থেকে৷ শুরু করবে চাঁদে অভিযান৷ পৃথিবীর ১৪ দিনে চাঁদের একদিন ধরা হবে৷ ১৪ দিন ধরে চলবে অভিযান৷ প্রতিদিন ১০০ মিটার করে এগোতে পারবে এই যান৷ পরীক্ষা-নিরীক্ষা ও রসায়নের বিশ্লেষণ করবে ‘বাহুবলী’৷ ১৫ মিনিট অন্তর অরবিটের মাধ্যমে ছবি ও তথ্যাদি গ্রাউন্ড স্টেশনে পাঠাবে রোডার বাহুবলী৷ রোভারের পাওয়া তথ্যের ভিত্তিতে গবেষণার কাজ আরও এগিয়ে নিয়ে যাবে ইসরো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 7 =