এই বাঙালি বিজ্ঞানীর নির্দেশে চাঁদের বুকে ছুটবে চন্দ্রযান-২

কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ আর পরই চন্দ্রযান-২ অভিযান শুরু করবে ইসরো৷ গোটা বিশ্বকে চমকে ইসরোর এই অভিযোগে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন হুগলির গুড়াপের চন্দ্রকান্ত কুমার৷ চন্দ্রকান্ত ইসরোর ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর৷ তিনিই বানিয়েছেন এই অভিযানের আটটি অ্যান্টেনা৷ আজ অভিযান শুরুর আগে বাবা-মাকে ফোন করে আর্শিবাদ নিয়েছেন বিজ্ঞানী চন্দ্রকান্ত৷ তাঁর তৈরি আটটি অ্যান্টেনার উপর ভরসা করেই চাঁদে

এই বাঙালি বিজ্ঞানীর নির্দেশে চাঁদের বুকে ছুটবে চন্দ্রযান-২

কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ আর পরই চন্দ্রযান-২ অভিযান শুরু করবে ইসরো৷ গোটা বিশ্বকে চমকে ইসরোর এই অভিযোগে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন হুগলির গুড়াপের চন্দ্রকান্ত কুমার৷ চন্দ্রকান্ত ইসরোর ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর৷ তিনিই বানিয়েছেন এই অভিযানের আটটি অ্যান্টেনা৷ আজ অভিযান শুরুর আগে বাবা-মাকে ফোন করে আর্শিবাদ নিয়েছেন বিজ্ঞানী চন্দ্রকান্ত৷ তাঁর তৈরি আটটি অ্যান্টেনার উপর ভরসা করেই চাঁদে পাড়ি দিতে চলেছে ভারতের চন্দ্রযান-২৷

এই বাঙালি বিজ্ঞানীর নির্দেশে চাঁদের বুকে ছুটবে চন্দ্রযান-২২০০১ সালে যোগ দিয়েছিলেন ইসরোতে৷ এরপর কেটে গেছে ১৮ বছর৷ তাঁর নাম জড়িয়ে গেছে ইসরোর একাধিক অভিযানের সঙ্গে৷ এবার চন্দ্রযান-২ অভিযানের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর চন্দ্রকান্ত কুমার৷ তিনিই বানিয়েছেন এই অভিযানের আটটি অ্যান্টেনা৷ চন্দ্রকান্তের ভাই শশীকান্তও রয়েছেন সেখানে৷ কাজ করছেন মাইক্রো ওয়েব নিয়ে৷ ৪৬ বছর বয়সী চন্দ্রকান্ত বর্তমানে অন্ধ্রপ্রদেশে থাকেন৷ বছরে দুবার আসেন গ্রামের বাড়িতে৷ হুগলি গুড়াপের শিবপুরে তাঁর পড়াশোনা৷

শিবপুরের খাজুরদহ উচ্চ বিদ্যা‌লয় থেকে মাধ্যমিক পাস করেন তিনি৷ ধনিয়াখালি মহামায়া বিদ্যামন্দির থেকে উচ্চমাধ্যমিক পাস করেন৷ এরপর বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজ থেকে বিএসসি পাস করেন৷ রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এএসসি ও এমটেক করেন৷ পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন তিনি৷ এরপরই বেশ কয়েকটি চাকরি ছেড়ে ২০০১ সালে ইসরোতে যোগ দেন৷ দুই ছেলের সাফল্যে খুশি মধুসূদন কুমার ও অসীমা দেবী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =