অবশেষে চাঁদের সীমানায় ঢুকল ভারতের চন্দ্রযান-২

নয়াদিল্লি: নিজস্ব ছন্দে নির্দিষ্ট লক্ষ্যে সঠিক ভাবে এগিয়ে চলেছে চন্দ্রযান-২৷ শেষ পাওয়া খবর পর্যন্ত ইসরো জানিয়েছে, চন্দ্রযান-২ এর সমস্ত যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে৷ এখনও পর্যন্ত কোন রকম ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েনি৷ ফলে সমস্যা দেখা না দেওয়াই খুব দ্রুত চাঁদের বুকে পা রাখতে চলেছে ভারতের এই মহাকাশযান৷ ইতিমধ্যেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের সীমানায় ঢুকে পড়েছে চন্দ্রযান-২৷ ২২

a90b41c04cefdc284dfc16bacfa18a02

অবশেষে চাঁদের সীমানায় ঢুকল ভারতের চন্দ্রযান-২

নয়াদিল্লি: নিজস্ব ছন্দে নির্দিষ্ট লক্ষ্যে সঠিক ভাবে এগিয়ে চলেছে চন্দ্রযান-২৷ শেষ পাওয়া খবর পর্যন্ত ইসরো জানিয়েছে, চন্দ্রযান-২ এর সমস্ত যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে৷ এখনও পর্যন্ত কোন রকম ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েনি৷ ফলে সমস্যা দেখা না দেওয়াই খুব দ্রুত চাঁদের বুকে পা রাখতে চলেছে ভারতের এই মহাকাশযান৷ ইতিমধ্যেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের সীমানায় ঢুকে পড়েছে চন্দ্রযান-২৷ ২২ দিন পর ভারতের এই মহাকাশযান চাঁদের সীমান্তে পা রাখল৷

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কে শিভন জানান, একেবারে সতেজ রয়েছে চন্দ্রযান-২৷ যানটি যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ করছে৷ নির্দেশ পালন করে এগিয়ে চলেছে এই যান৷ তিনি জানিয়েছেন, যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে ২০ আগস্ট চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে প্রবেশ করবে৷ তারপর চাঁদের কক্ষপথে আরও কয়েকটি মেনুবার পেরিয়ে ৭ সেপ্টেম্বর চন্দ্রযান-২ থেকে ল্যান্ডার ও রোভার চাঁদের মাটিতে পা রাখতে সক্ষম হবে৷

গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২৷ তারপর থেকে নিখুঁত ভাবে চাঁদের অভিমুখে এগিয়ে চলেছে ভারতের এই মহাকাশযান। এখনও পর্যন্ত কোনও ত্রুটি বা সমস্যা দেখা না দিলেও আগামী ২০ আগস্ট চাঁদের কক্ষপথে এই যানের অবতরণ করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *