চাঁদে জলের নেপথ্যে আমাদের পৃথিবী, সন্ধান দিল চন্দ্রযান ১

কলকাতা: চাঁদের দক্ষিণ মেরু জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে ভারতের নাম৷ ইসরোর তৈরি চন্দ্রযান ৩-এৎ সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে। ১৪ দিন টানা কাজের পর চাঁদের মাটিতেই ঘুমের দেশে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। চন্দ্রযান ৩ নিয়ে উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ করে শিরোনামে চন্দ্রযান ১। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি প্রথম চন্দ্রযান৷ যা কিনা, চাঁদে জলের অনুসন্ধান চালিয়েছিল৷ এবার উঠে এল একটা নতুন তথ্য৷
বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর জন্যই চাঁদের মাটিতে জলের অস্তিত্ব রয়েছে। আমেরিকার মনোবাতে অবস্থিত হাওয়াই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, নীল গ্রহের প্লাজমা স্তরে যে ইলেকট্রন এনার্জি রয়েছে, সেগুলিই চাঁদে জল তৈরি করতে সাহায্য করেছে৷ তাঁদের গবেষণা বলছে, পৃথিবীর চারদিকে যে প্লাজমা স্তর রয়েছে, তার প্রভাবেই চাঁদের পাথর ভেঙে যায় অথবা গলে যায়। সেখানে খনিজ তৈরি হয়। এছাড়া এই স্তরই চাঁদের বায়ুমণ্ডলের আবহাওয়াতে পরিবর্তন আনতে সাহায্য করেছে৷
উল্লেখ্য, ২০০৮ সালের ২২ অক্টোবর চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল চন্দ্রযান ১। ১৪ নভেম্বর পরিকল্পনা মাফিক সেটি আছড়ে পড়ে চন্দ্রপৃষ্ঠে। ওই ভাবেই চাঁদ সম্পর্কে বহু তথ্য সংগ্রহ করে এনেছিল চন্দ্রযান ১। চাঁদে যে জলের অস্তিত্ব রয়েছে, সেটাও প্রথম খুঁজে বার করেছিল সেই। প্রথম চন্দ্রযানের দেওয়া সূত্র থেকেই জানা গেল চাঁদে জলের অস্তিত্বের পিছনে রয়েছে পৃথিবীরই অবদান৷