#Budget2019: মহাকাশ গবেষণায় বেসরকারিকরণের প্রস্তাব মোদির বাজেটে

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের মন জয় না হলেও বেসরকারি সংস্থাগুলির জন্য বড়সড় সুখবর শোলানেল মোদি সরকারের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ করছাড়ের ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বেসরকারিকরণের সমস্ত দরজা এবার খুলে দিল কেন্দ্র৷ সংসদে আজ ২০১৯-২০ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন জানান, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামের

#Budget2019: মহাকাশ গবেষণায় বেসরকারিকরণের প্রস্তাব মোদির বাজেটে

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের মন জয় না হলেও বেসরকারি সংস্থাগুলির জন্য বড়সড় সুখবর শোলানেল মোদি সরকারের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ করছাড়ের ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বেসরকারিকরণের সমস্ত দরজা এবার খুলে দিল কেন্দ্র৷ সংসদে আজ ২০১৯-২০ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করে  কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন জানান, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামের একটি সংস্থা মহাকাশ দপ্তরের অধীন নতুন বাণিজ্যিক শাখা হিসেবে যুক্ত হতে চলেছে৷

সীতারমন জানান, মহাকাশ ক্ষেত্রে ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে৷ কম খরচে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে উপগ্রহ উৎক্ষেপণ করছে৷ এখন সময় এসেছে মহাকাশ ক্ষেত্রটিকে বাণিজ্যিকীকরণের৷ এনএসআইএল ইসরোর গবেষণা ও মানোন্নয়নে সাহায্য করবে৷ এই সংস্থাটি উৎক্ষেপণ যান ও উন্নতমানের মহাকাশ সংক্রান্ত যন্ত্রাংশ বাণিজ্যিকভাবে সরবরাহ করবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =