স্টেডিয়ামের আয়তনের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে! সতর্ক করল নাসা

স্টেডিয়ামের আয়তনের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে! সতর্ক করল নাসা

নয়াদিল্লি: মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদের ক্ষেত্রে গ্রহাণু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয়। এর আগে একের পর এক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এসেছে, যদিও কোনও‌বারই পৃথিবীর কোন ক্ষতি হয়নি। কারণ প্রত্যেক বার হয় পৃথিবীর গা ঘেঁষে না হলে পৃথিবীর কাছ থেকে বেরিয়ে গেছে সেটি। এবার আরো একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে নাসা। এটির আয়তন আবার একটি স্টেডিয়ামের সমান! নাসা জানাচ্ছে, আগামী ২৪ জুলাই পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে এই গ্রহাণু।

গবেষকরা জানাচ্ছেন, এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে, ‘2008 GO20’, এটি প্রায় ঘণ্টায় ১৮,০০০ মাইল গতিবেগ নিয়ে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। যদিও নাসা বলছে, পৃথিবীবাসীর জন্য চিন্তার কোনো কারণ নেই। যদিও অবাক করার মত বিষয় হল, পৃথিবীর দিকে ধেয়ে আসা এই গ্রহাণুর আয়তন একটি স্টেডিয়ামের সমান। আরও স্পষ্ট করে বলতে গেলে তাজমহলের থেকে তিনগুণ বড় এটি! তাদের তরফ থেকে আরও জানানো হচ্ছে, পৃথিবীর অনেক কাছাকাছি থাকবে এই গ্রহাণু যদিও সেই দূরত্ব হবে ০.০৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সহজ অঙ্কে প্রায় ৩৭ লক্ষ ১৮ হাজার ২৩২ মাইল। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ২৩ লক্ষ ৮ হাজার ৬০৬ মাইল। যদিও মনে করা হচ্ছে, এই গ্রহাণু পৃথিবীর সবথেকে কাছে চলে এলে দূরত্ব থাকবে প্রায় ২৬ লক্ষ ৫ হাজার ৫০৯ মাইল। গ্রহাণু ধ্বংস নিয়ে চিনের গবেষকরা ইতিমধ্যেই প্রস্তাব রেখেছে রকেট দিয়ে তাদের হামলা করা। মহাকাশে রকেট ছেড়ে গ্রহাণুকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার প্রচেষ্টার পরীক্ষা করা হতে পারে ভবিষ্যতে যাতে এইভাবে কোন গ্রহাণু সরাসরি পৃথিবীকে আঘাত না করতে পারে।

আরও পড়ুন- ‘পেগাসাস’-এ উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে শুরুতেই মুলতুবি দুই কক্ষ

প্রসঙ্গত, গ্রহাণু হচ্ছে সৌরজগৎ সূচনার সময় থেকে মহাকাশে ঘুরতে থাকা পাথরের মত বস্তু। যার সৃষ্টি হয়েছিল কমপক্ষে ৪.৬ বিলিয়ন বছর আগে। নাসা বলছে, বর্তমানে প্রায় ১০ লক্ষ ৯৭ হাজার ১০৬ টি গ্রহাণু রয়েছে সৌরজগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *