সমস্ত আশা শেষ, ফুরিয়েছে ল্যান্ডার বিক্রমের জীবনকাল

নয়াদিল্লি: ল্যান্ডান বিক্রমকে জীবিত করার চেষ্টা কার্যত শেষ! তবে হাল ছাড়ছে না ইসরো ও নাসার বিজ্ঞানীরা৷ ইতিমধ্যেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের সময়সীমা প্রায় শেষ হতে চলল৷ যদিও বিক্রমের অবতরণে স্থলের পাঠানো ছবি ল্যান্ডারের ভবিষ্যৎ নিয়েই শুরু হয়েছে তুমুল ধোঁয়াশা৷ কেননা যে ছবি উঠে এসেছে তা অনেকটাই অস্পষ্ট৷ চন্দ্রপৃষ্ঠে যেখানে বিক্রম রয়েছে সেই অংশের

সমস্ত আশা শেষ, ফুরিয়েছে ল্যান্ডার বিক্রমের জীবনকাল

নয়াদিল্লি: ল্যান্ডান বিক্রমকে জীবিত করার চেষ্টা কার্যত শেষ! তবে হাল ছাড়ছে না ইসরো ও নাসার বিজ্ঞানীরা৷ ইতিমধ্যেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের সময়সীমা প্রায় শেষ হতে চলল৷ যদিও বিক্রমের অবতরণে স্থলের পাঠানো ছবি ল্যান্ডারের ভবিষ্যৎ নিয়েই শুরু হয়েছে তুমুল ধোঁয়াশা৷ কেননা যে ছবি উঠে এসেছে তা অনেকটাই অস্পষ্ট৷

চন্দ্রপৃষ্ঠে যেখানে বিক্রম রয়েছে সেই অংশের ছবি নাসার অরবিটার তুলে পাঠিয়েছে বলে জানা গিয়েছে৷ তবে তাতে নতুন করে বিক্রমের বাঁচিয়ে তোলা খুবই কষ্টসাধ্য৷ চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে ল্যান্ডার বিক্রম রয়েছে সেখানকার এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরো ও নাসার বিজ্ঞানীরা৷ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নাসার অরবিটারের পাঠানো ছবি পর্যবেক্ষণ করার কাজ চলছে৷ একই সঙ্গে আগের তোলা ছবির সঙ্গে তুলনা করে দেখা হচ্ছে, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ফিরিয়ে আনা যায় কি না৷

তবে ল্যান্ডার বিক্রমের জীবনকাল ১৪ দিন৷ সেই সময়সীমা আজ শেষ হতে চলেছে৷ ফলে ল্যান্ডার বিক্রমকে নতুন করে বাঁচিয়ে ফেরার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷ ফলে চাঁদের বুকে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে কার্যত হারাতে চলেছে ইসরো৷ গত ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে নামার সময় বিক্রমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে ইসরো৷ তারপর থেকে চলে যোগাযোগ সন্ধানের কাজ৷ অরবিটালের পাঠানো ছবিতে ধরা পড়ে বিক্রমের অস্তিত্ব৷ তারপর লাগাতার চেষ্টা করেও বাঁচানো যায়নি বিক্রমকে৷ বিক্রমের জীবনকাল ১৪ দিন শেষ হতে চলায় গোটা বিষয়টি এখন হাতের বাইরে চলে যেতে বসেছে বিজ্ঞানীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =