Aajbikel

চাঁদ ও শুক্রর যুগলবন্দির পরে এবার আকাশে একসঙ্গে পাঁচ গ্রহ! কবে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য?

 | 
আকাশ

কলকাতা: রাতের আকেশে এক ফালি চাঁদ। তার ঠিক নীচে জ্বলজ্বল করে উঠল শুকতারা বা শুক্রগ্রহ। বসন্তের রাতে মহাকাশে সৃষ্টি হল এক মহাজাগতিক দৃশ্য। সোশ্যাল মিডিয়ার পাতা ছেয়ে যায় মহাজাগতিক সৌন্দর্যের এক টুকরো ছবিতে। কিন্তু আকাশের ক্যানভাসে ‘ম্যাজিক’ এখনও বাকি। এবার একসঙ্গে মহাকাশে ধরা দেবে পাঁচ পাঁচটি গ্রহ। এই দৃশ্য চাক্ষুস করতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা।

আরও পড়ুন- এবার মহাকাশে ঘুরতে যেতে পারেন আপনিও! ব্যবস্থা করছে ইসরো, কিন্তু খরচ কত জানেন?

কোন কোন গ্রহকে দেখা যাবে, আর কবে? জানা গিয়েছে, এবার একসূত্রে বাঁধা পড়বে  বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস৷ সৌরজগতের এই পাঁচ সদস্য একসঙ্গে ধরা দেবেন এক মঞ্চে৷ আজ অর্থাৎ শনিবার ২৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত রাতের আকাশে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে৷ তবে সবচেয়ে পরিষ্কার ভাবে এই দৃশ্য দেখা যাবে ২৭ ও ২৮ মার্চ। ওই দু’দিন খুব কাছাকাছি চলে আসবে সৌরমণ্ডলের এই পাঁচ গ্রহ। বিজ্ঞানীরা বলছেন, পাঁচ গ্রহ অর্ধবৃত্তাকার রেখায় থাকবে। যদিও পাঁচ গ্রহের কাছাকাছি আসার ঘটনা নতুন নয়, কিন্তু অর্ধবৃত্তাকার রেখায় তাদের একই সঙ্গে দেখতে পাওয়াটা নিশ্চিত ভাবেঅ বিরল। সেই মহাসংযোগের সময় চলে এসেছে। 

রমজানের প্রথম সন্ধেয় চাঁদ-শুক্রের মহামিলন দেখেছে কলকাতার মানুষ৷ বিজ্ঞানীরা বলছেন, শুক্র এবং বৃহস্পতি উভয়ই অত্যন্ত উজ্জ্বল গ্রহ। ফলে তাদের খালি চোখে সহজেই দেখা যাবে। বুধের দেখা পেতে সামান্য সমস্যা হলেও হতে পারে৷ তবে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে। গ্রহগুলিকে আকাশে তারার মতো উজ্জ্বল দেখাবে। সেই সঙ্গে বাড়তি পাওয়া চাঁদ। তবে মঙ্গল ও ইউরেনাসকে দেখতে গেলে  শক্তিশালী বাইনোকুলার প্রয়োজন। সেক্ষেত্রে মঙ্গলকেও ইউরেনাসের থেকেও উজ্জ্বল দেখাবে।
 

Around The Web

Trending News

You May like