আতঙ্কে ২০২৫! ভয়ঙ্কর সৌরঝড়ে লন্ডভন্ড হতে পারে পৃথিবী-চাঁদ-মঙ্গল

কলকাতা: সম্মুখে বিপদ! আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সৌরঝড়৷ গত জুলাই মাসেই সৌরঝড় নিয়ে সতর্কবার্তা শুনিয়েছিল ন্যাশনাল ওশিয়ানিক এন্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন৷ সেই ধাক্কা অবশ্য হালকার উপর দিয়েই গিয়েছে। তবে বিপদ সম্পূর্ণ কাটেনি। আশঙ্কার বাণী শুনিয়ে বিজ্ঞানীরা বলছেন, ২০২৫ সালে সূর্যের করোনায় ভয়ঙ্কর এক ঝড় উঠতে চলেছে। সেই সৌরঝড়ের আঁচ লাগবে পৃথিবী, চাঁদ এবং মঙ্গলের গায়ে। সৌরবায়ুর ঝাপটায় অস্থির হয়ে উঠবে চাঁদ। পৃথিবীর একমাত্র আত্মজার বুকে বায়ুমণ্ডল না থাকায়, সরাসরি সৌরকণারা আছড়ে পড়বে চাঁদে। সেই নিরিখে পৃথিবীর অবস্থান অনেকটাই সুরক্ষিত। পৃথিবীর চৌম্বকক্ষেত্র সৌরঝড়কে কোনও ভাবে কাছে ঘেঁষত দেয় না। তবে ২০২৫ হতে পারে ব্যতিক্রম৷ এমনটাই দাবি ইউরোপীয় স্পেস এজেন্সির।
বিজ্ঞানীদের আশঙ্কা, পঁচিশ সালে যে সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্রে যে সৌরঝড় উঠতে চলেছে, তা ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করাবে পৃথিবী, চাঁদ ও মঙ্গলকে৷ চারপাশ লণ্ডভণ্ড হয়ে যাবে। সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে এসে সৌররশ্মিরা সজোরে আছড়ে পড়বে পৃথিবীর বুকে। সেই ঝাপটায় কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে ক্রমাগত উজ্জ্বল হতে থাকবে মেরুজ্যোতি। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বুকে আক্রমণ হানতে পারে সূর্যের প্লাজমা থেকে নির্গত ‘করোনাল মাস ইজেকশান (সিএমই)’-ও।
সম্প্রতি ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানায়, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্রের দেখা মিলেছে। সেই ছিদ্র পথেই গলগল করে বেরিয়ে আসবে সৌরবায়ু৷ ক্রমেই তা পৃথিবীর দিকে এগোতে থাকবে। যার প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপরে। সৌরপদার্থবিজ্ঞানীরা বলেন, অসম্ভব শক্তিশালী সৌরকণাগুলি কোনওভাবে পৃথিবীর কাছে চলে এলে নীল গ্রহের চৌম্বকক্ষেত্রের সঙ্গে তাদের সংঘর্ষ বাধবে। সৌরকণাদের শক্তি বেশি হলে পৃথিবীর রেডিও বা টেলি যোগাযোগ ব্যবস্থার উপর তা আঘাত হানবে৷
বিজ্ঞানীদের ভাষায় সৌরঝড়কে বলা হয় করোনাল মাস ইজেকশন। সূর্যপৃষ্ঠে ভয়াবহ বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণ প্লাজমা নির্গত হতে থাকে। এই প্লাজমা থেকেই জন্ম হয় সৌরঝড়ের। করোনাল মাস ইজেকশনের ফলে সূর্যপৃষ্ঠ থেকে বড় বড় অগ্ন্যুৎপাত হতে থাকে৷ যা সূর্যপৃষ্ঠ থেকে মহাকাশে ছড়িয়ে পড়ে। প্রতি ঘণ্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে এক বিলিয়ন টন পদার্থ ধারণ করতে পারে এই সৌরঝড়। এই সৌরঝড় মহাকাশে ছড়িয়ে পড়লে তা গ্রহ এবং উপগ্রহগুলির উপর প্রভাব বিস্তার করে। সৌরঝড় পৃথিবীর উপর আঘাত হানলে কমিউনিকেশন সার্ভিস ভেঙে পড়তে পরে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর উপর কোনও ভাবে সৌরঝড় আছড়ে পড়লে, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও আয়নগুলো পৃথিবীর টেলিযোগাযোগ ব্যবস্থা ও জিপিএস নেটওয়ার্ককে ছিন্নভিন্ন করে দিতে পারে। সৌরঝড়ের প্রভাবে স্যাটেলাইটগুলো আক্রান্ত হলে টেলি যোগাযোগেও ব্যাঘাত ঘটে। পাশাপাশি, বিশ্বের তাপমাত্রা বাড়িয়ে তোলে এই সৌরবায়ু, সৌরঝড় এবং সৌর বিকিরণ। শক্তিশালী সৌরঝড়ের প্রভাবে রেডিও ও টেলি যোগাযোগের পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ইন্টারনেট ব্যবস্থা৷ এমনকী বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সংযোগ৷