অনেকসময় খাওয়ার পর কিছুটা ভাত থেকে যায়। সেই ভাত আর পরে খেতে ইচ্ছে করে না। অনেকেই চিন্তায় পড়ে যান সেগুলি এবার কী করবেন। চিন্তার কারণ নেই। অতিরিক্ত ভাত দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে রাইস পাকোড়া। রেসিপিটা দেখে নেওয়া যাক।
উপকরণ-
ভাত দু কাপ, মরিচের গুঁড়ো ১ চামচ, লঙ্কার গুঁড়ো ১ চামচ, গুঁড়ো গরমমশলা ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, আদা কুচি ১ চামচ, রসুন কুচি ১চামচ, লেবুর রস ১ চামচ, লাল, হলুদ, ক্যাপসিকাম ১ কাপের ১/৪ ভাগ, গাজর, পেঁয়াজ কুচি, সেদ্ধ করা আলু, নুন।
প্রণালী- ভাতগুলিকে হাত দিয়ে ভালো করে মেখে মোটামুটি মসৃণ করে নিতে হবে। তারপর সব উপকরণগুলি একসঙ্গে ভালো করে মেখে ৮ থেকে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিতে হবে। মিশ্রণটি হাতের তালুর সাহায্যে গোল গোল করে গড়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। ভালো করে ভাজতে হবে লালচে হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে গরম গরম সস অথবা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।