আজ বিকেল: এবার লেনিন সমর্থকদের অনুসরণ করল গেরুয়া শিবির, ফনি তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চন্দ্রকোনায় সমাবেশে যোগ দিতে যান তখনই তাঁকে দেখে জয় শ্রী রাম স্লোগান দেয় কয়েকটি যুবক। পরে তৃণমূলনেত্রীর নির্দেশে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এরপর থেকে সুযোগ পেলেই জয় শ্রী রাম ধ্বনি দিয়ে মমতাকে কটাক্ষ শুরু করে বিজেপি নেতৃত্ব। এক নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তমলুক ও ঝাড়গ্রামের সভায় তিনি দিদিকে কটাক্ষ করেছিলেন,”জয় শ্রী রাম দিদি”। একইসঙ্গে তাঁকে জেলে ঢোকানোর চ্যালেঞ্জও ছোড়েন নরেন্দ্র মোদি। সেই সুরেই সোমবার জয়নগরের সভায় অমিত শাহ বলেন, ‘‘দিদি আমি জয় শ্রী রাম বলছি। হিম্মত থাকলে গ্রেফতার করুন৷’’ ভিড়ের উদ্দেশে অমিত বলেন, ‘‘দুটো হাত তুলুন। প্রচণ্ড জোরে বলুন, জয় শ্রী রাম। জয় জয় শ্রী রাম।’’ ‘জয় শ্রী রাম’ জয়ধ্বনিতে সাড়া দেন বিজেপি সমর্থকরা। ঠিক একইভাবে বারাসতের সভার শেষেও অমিতের মুখে হুঙ্কার, ‘জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম৷’
তোমার নাম, আমার নাম,
জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম…।
Tomar Naam, Amar Naam, ‘Jai Shri Ram, Jai Jai Shri Ram…’#DeshKeDilMeiModi#Phase6 pic.twitter.com/5If2sJuvMg— Arvind Menon (@MenonArvindBJP) May 11, 2019
শোনা যাচ্ছে রাজ্যের হিন্দুত্ব বিরোধিতাকে হাতিয়ার করে জয় শ্রী রাম স্লোগানকে জনপ্রিয় করতে শেষে বামপন্থাকেই অনুসরণ করতে হল বিজেপিকে। ‘‘আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম’’ স্লোগানকে হুবহু কপি করে গেরুয়া শিবিরকে বলতে শোনা যাচ্ছে ‘‘আমার নাম তোমার নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম৷’’ বামপন্থীদের ভিয়েতনাম স্লোগান ধার করে সোশ্যাল মিডিয়া কাঁপাতে চলছে বিজেপি। একসময় ভিয়েতনামকে সমর্থন করতে এই শহরেই পথে নেমেছিল বামপন্থীরা। এবার সেই একই পথে গিয়ে বাংলায় হিন্দুত্বকে জনপ্রিয় করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।