বউয়ের অ্যাকাউন্টেই টাকা দেবেন, প্রচারে গিয়ে কী বললেন রাহুল?

আজ বিকেল: পাঁচ বছরের উন্নয়নের জোয়ার এতটাই দীর্ঘছিল যে ফের ক্ষমতায় আসার আগে বিরোধীদের গতি রোধ করতে নরেন্দ্র মোদিকে কত কিই না বলতে হচ্ছে। কংগ্রেস পাকিস্তানের দোসর থেকে শুরু করে পুলওয়ামা কাণ্ড, বালাকোটে সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর নানাভাবে রাহুল গান্ধীর মুখ বন্ধ করার চেষ্টা করছেন। ওদিকে রাহুলও কম যান না, যেখানেই প্রচারে যাচ্ছেন জনসভা থেকে

বউয়ের অ্যাকাউন্টেই টাকা দেবেন, প্রচারে গিয়ে কী বললেন রাহুল?

আজ বিকেল: পাঁচ বছরের উন্নয়নের জোয়ার এতটাই দীর্ঘছিল যে ফের ক্ষমতায় আসার আগে বিরোধীদের গতি রোধ করতে নরেন্দ্র মোদিকে কত কিই না বলতে হচ্ছে। কংগ্রেস পাকিস্তানের দোসর থেকে শুরু করে পুলওয়ামা কাণ্ড, বালাকোটে সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর নানাভাবে রাহুল গান্ধীর মুখ বন্ধ করার চেষ্টা করছেন। ওদিকে রাহুলও কম যান না, যেখানেই প্রচারে যাচ্ছেন জনসভা থেকে মোদির বিরুদ্ধে তোপ দাগতে দ্বিধা করছেন না। কখনও রাফাল কেলেঙ্কারি, কখনও জিএসটি নোটবন্দি, কখনও বা এসব ছাপিয়ে গিয়ে মোদির হিন্দুত্বের তাস। সবমিলিয়ে সাঁরাশি আক্রমণে জেরবার মোদি।

শুধু বিজেপি সরকারকে তার কৃতকর্মের জন্য দোষারোপ করা নয় কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর উন্নতি হবে। গরীবের হাতে থাকবে টাকা। বছরে প্রত্যেক গরীব ভারতীয়ের হাতে বছরে ৭২হাজার টাকা দেওয়া হবে। যেদিন তিনি একথা বলেছেন সেদিন থেকেই চায়ের দোকান থেকে রান্নাঘর, বাসে, ট্রেনে একেবারে ইন বিষয় রাহুল গান্ধী। অনেকে আবার মোদির ১৫ লক্ষের ঝাঁপি খুলতেও সময় নেননি। তবে গত বৃহস্পতিবার রাজস্থানের আজমেঢ়ে প্রচারে যান রাহুল সেখানে মজার ছলেই একটা কথা বলেন তিনি, মোদি বলেছিলেন সবাই অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠাবেন। এক পয়সাও দেননি। কিন্তু কংগ্রেসের ক্ষমতায় আসার অপেক্ষা মাত্র। তার পরেই গরিবের অ্যাকাউন্টে খটাখট খটাখট প্রতি মাসে ৬ হাজার টাকা পৌঁছে যাবে। পাঁচ বছরে এক একটি গরিব পরিবার পাবে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এই সময়ই মজা করে রাহুল বলেন, “আচ্ছা একটা কথা আগেভাগে বলে দিচ্ছি। পরে রাগ করবেন না কিন্তু। ওই টাকাটা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে যাবে। তার পরে আপনারা দু’জনে মিলে কী ঠিক করবেন, সেটা আপনাদের ব্যাপার।” কংগ্রেস সভাপতির এই কথায় হাসির রোল ওঠে এদিন আজমেঢ়ের স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 17 =