‘বিত্তশালী’ মিমির সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

দক্ষিণ ২৪ পরগনা: তাঁকে ঘিরে রয়েছে বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় সমালোচিত যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী৷ তবে, সমস্ত বিতর্ককে পিছনে ফেলে উত্তর থেকে দক্ষিণবঙ্গজুড়ে প্রচারের ঝড় তুলেছেন৷ নিজের জয় নিশ্চিত করতে মনোনয়ন পেশ করেছেন এই টলিউট তারকা৷ মনোনয়নপত্রের হলফনামায় মিমি চক্রবর্তী নিজের সম্পত্তির কথা বলেছেন তা হল, বি বি চ্যাটার্জি রোডে তাঁর একটি ফ্ল্যাট৷ চলতি

‘বিত্তশালী’ মিমির সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

দক্ষিণ ২৪ পরগনা: তাঁকে ঘিরে রয়েছে বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় সমালোচিত যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী৷ তবে, সমস্ত বিতর্ককে পিছনে ফেলে উত্তর থেকে দক্ষিণবঙ্গজুড়ে প্রচারের ঝড় তুলেছেন৷ নিজের জয় নিশ্চিত করতে মনোনয়ন পেশ করেছেন এই টলিউট তারকা৷

মনোনয়নপত্রের হলফনামায় মিমি চক্রবর্তী নিজের সম্পত্তির কথা বলেছেন তা হল,  বি বি চ্যাটার্জি রোডে তাঁর একটি ফ্ল্যাট৷ চলতি বছর ২০ ফেব্রুয়ারি ১ হাজার ৬২০ বর্গফুটের ওই ফ্ল্যাটের বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ২৮ হাজার ৬৭৫ টাকা৷ রয়েছে দু’টি গাড়ি৷ একটির মূল্য ১১ লক্ষ ৭২ হাজার ২৫০টাকা ও দ্বিতীয়টির মূল্য ৩০ লক্ষ ৫১ হাজার ২৩ টাকা৷ এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে নগদ ২৫ হাজার টাকা৷  দু’টি ব্যাংকে গচ্ছিত আছে মোট ৭১ লক্ষ ৯০ হাজার ১৩০ টাকা৷ রয়েছে বিনিয়োগ৷ মিউচুয়াল ফান্ডে ৫৬ হাজার ৬৯৪ টাকার লোগ্নি রয়েছে তৃণমূল প্রার্থীর৷ বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট রয়েছে ৯৬ হাজার টাকা৷ রয়েছে ২৭১.৪০ গ্রাম সোনার গয়না৷ মূল্য ৮ লক্ষ ৮৫ হাজার ৬১৩ টাকা৷ ২০১৭-১৮ অর্থবর্ষে আয়কর দিয়েছেন ১৫ লক্ষ ৩৯ হাজার ৭১৭ টাকা৷ নেই কোনও ফৌজদারি মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =