জানেন, ২১-এর মঞ্চে গরহাজির কোন কোন তৃণমূল নেতা?

কলকাতা: ধর্মাতলায় একুশে সভা৷ নেতা-মন্ত্রী থেকে টলিপাড়ার তারকারাও ছিলেন ছিল মঞ্চ আলোকরে৷ বিশাল আয়োজন, বিরাট মঞ্চে চাঁদের হাট বসলেও প্রায় দেড় দশকের মধ্যে এবার প্রথম অন্যদল থেকে যোগদানপর্ব ছাড়াই শেষ হল তৃণমূলের ২৬ শহিদ স্মরণ কর্মসূচি৷ সেই মঞ্চে দেখা গেল না দেখা মিলল না দুই শহরের সদ্য প্রাক্তন মেয়রের৷ শোভন চট্টোপাধ্যায়৷ কলকাতার মেয়র হওয়ার বহু

099381bcf42e0a4e65a3f8e1c81f3f4a

জানেন, ২১-এর মঞ্চে গরহাজির কোন কোন তৃণমূল নেতা?

কলকাতা: ধর্মাতলায় একুশে সভা৷ নেতা-মন্ত্রী থেকে টলিপাড়ার তারকারাও ছিলেন ছিল মঞ্চ আলোকরে৷ বিশাল আয়োজন, বিরাট মঞ্চে চাঁদের হাট বসলেও প্রায় দেড় দশকের মধ্যে এবার প্রথম অন্যদল থেকে যোগদানপর্ব ছাড়াই শেষ হল তৃণমূলের ২৬ শহিদ স্মরণ কর্মসূচি৷ সেই মঞ্চে দেখা গেল না দেখা মিলল না দুই শহরের সদ্য প্রাক্তন মেয়রের৷

শোভন চট্টোপাধ্যায়৷ কলকাতার মেয়র হওয়ার বহু আগে থেকেই ছিলেন ধর্মতলায় সমাবেশ আয়োজনে অন্যতম সক্রিয় প্রতিনিধি৷ বামেদের হাত থেকে ২০০০ সালে কলকাতা পুরসভার দখল নিয়েছিল তৃণমূল৷ মমতার নির্দেশে সুব্রত মুখোপাধ্যায় মেয়র হয়েছিলেন৷ পুরবোর্ডে মেয়র পারিষদ হয়েছিলেন শোভন৷ সেই থেকেই মমতার ঘনিষ্ঠ বৃত্তে তাঁর গুরুত্ব দিনে দিনে বেড়ে চলে৷ সেই সুবাদে পরে শোভন একাধারে মেয়র ও তৃণমূলের কলকাতা ও দক্ষিণ ২৪পরগনার জেলা সভাপতি হয়েছিলেন৷ কিন্তু, সেই সম্পর্ক ভাঙতে খুব বেশে দেরি হয়নি৷ শোভনের সঙ্গে তৃণমূল নেত্রীর দূরত্বের কারণে তাঁকে প্রথমে মন্ত্রিত্ব ও পরে মেয়র পদ খোয়াতে হয়েছে৷ বেহালা পূর্বের বিধায়ক হিসেবে থাকলেও দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই বললেই চলে৷  প্রত্যাশিতভাবেই এবার শোভনকে দেখা গেল না একুশের মঞ্চে৷

সদ্য বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়া সব্যসাচী দত্তকেও দেখা যায়নি৷ বিধাননগরে তৃণমূলের সংগঠন গড়ে তোলার পিছনে অন্যতম মুখ সব্যসাচীর৷ তাঁর সঙ্গে বিজেপির নেতৃত্বের সম্পর্ককে ঘিরে বিতর্কের কেন্দ্র রয়েছেন তিনি৷ তার জেরে তাঁকে মেয়র পদ থেকে সরতে হলেও তিনি দল ছাড়েননি৷ সব্যসাচীও নিউটাউন-রাজারহাটের বিধায়ক৷ এদিনের কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার ব্যাপারে দলেরও কোনও আগ্রহ ছিল না৷ শরীর খারাপ, তাই যেতে পারেননি বলে জানিয়েছেন সব্যসাচী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *