দিতেই হবে ১০ হাজার টাকার দক্ষিণা, পুজো বয়কটের হুঁশিয়ারি পুরোহিতদের!

ইংরেজবাজার: দুর্গাপুজোয় এককালীন ১০ হাজার টাকা দক্ষিণার ব্যবস্থা করতে হবে৷ তা না হলে পুজো করা হবে না৷ এমনই দাবি জানিয়ে জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখিয়েছেন পশ্চিমবঙ্গ বঙ্গীয় পুরোহিত সভা মালদহ শাখার কয়েকশো পুরোহিত৷ পুজোর মুখে পুরোহিতদের বিদ্রোহের জেরে প্রশাসন যতটা না অস্বস্তিতে পড়েছে, তার থেকে বেশি বিপাকে পড়েছেন মালদহের অধিকাংশ পুজো কমিটির কর্তারা৷ পুরোহিতরা যদি তাঁদের

দিতেই হবে ১০ হাজার টাকার দক্ষিণা, পুজো বয়কটের হুঁশিয়ারি পুরোহিতদের!

ইংরেজবাজার: দুর্গাপুজোয় এককালীন ১০ হাজার টাকা দক্ষিণার ব্যবস্থা করতে হবে৷ তা না হলে পুজো করা হবে না৷ এমনই দাবি জানিয়ে জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখিয়েছেন পশ্চিমবঙ্গ বঙ্গীয় পুরোহিত সভা মালদহ শাখার কয়েকশো পুরোহিত৷

পুজোর মুখে পুরোহিতদের বিদ্রোহের জেরে প্রশাসন যতটা না অস্বস্তিতে পড়েছে, তার থেকে বেশি বিপাকে পড়েছেন মালদহের অধিকাংশ পুজো কমিটির কর্তারা৷ পুরোহিতরা যদি তাঁদের দাবিতে অনড় থাকে, তাহলে মণ্ডপে মন্ত্রোচ্চারণ হবে কীভাবে? এই নিয়ে এখন দুশ্চিন্তার কালো মেঘ জমেছে পুজো কমিটির কপালে৷

চলতি সপ্তাহে মালদহ শহরে বৃন্দাবন ময়দান থেকে ঢাকঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে পশ্চিমবঙ্গ বঙ্গীয় পুরোহিত সভার মালদহ শাখার কয়েকজন পুরোহিতের একটি দল মিছিল করেন৷ এরপর জেলাশাসকের অফিসে গিয়ে তাঁরা তাঁদের দাবি জানিয়ে আসেন৷ পরে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেন৷

পশ্চিমবঙ্গ বঙ্গীয় পরিষদের দাবি, দুর্গাপুজো অন্তত ১০ হাজার টাকা দক্ষিণা দিতে হবে৷ আমরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছি৷ পুজো কমিটিগুলিকে লিখিতভাবে জানানো হয়েছে৷ কিন্তু, কোনও হেলদোল না দেখানোয় পথে নামতে হয়েছে৷ আমরা চাই, আমাদের সংসার বাঁচাতে ও জীবিকা বাঁচাতে এই দাবি মেনে নিক প্রশাসন ও পুজো কমিটিগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nine =