নয়াদিল্লি: ২০২১-এর ভোটের আগে রাজ্যে তৃণমূলকে পাঁকে ফেলতে উঠেপড়ে লেগেছে বিজেপি। প্রশাসনিক এবং রাজনৈতিক, দুই দিক থেকেই তৃণমূলকে কোণঠাসা করতে সচেষ্ট গেরুয়া শিবির। ইতিমধ্যেই দলবদলের ঘটনা ঘটতে শুরু করেছে। এছাড়া রাষ্ট্রপতি শাসনের হুমকি থেকে রাজ্যের আইপিএসদের ডেপুটেশন- সবই করছে বিজেপি। এই সময় অনেকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। সম্প্রতি প্রাক্তন বিজেপি নেতা রাজ্যে বিজেপিকে নিয়ে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন।
আইপিএস ইস্যু নিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এবার মমতার পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহা। তিনি বলছেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ইতিমধ্যেই প্রাক নির্বাচনী সার্জিকাল স্ট্রাইক শুরু করেছে। ভোট পরবর্তী পরিস্থিতির জন্য তৈরি থাকুন। তৃণমূলের বড় ধরনের জয়ই এখন প্রয়োজন।”
BJP has launched it’s pre-election surgical strike in W Bengal already. Pl be prepared for the post-election one. Nothing but a comprehensive win for TMC is the need of the hour.
— Yashwant Sinha (@YashwantSinha) December 18, 2020
এদিকে শনিবার বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়েই তিনি বলেন, ভারতীয় জনতা পার্টিই নির্বাচনে প্রথম হবে এবং সরকার গড়বে৷ কোনও মতেই ক্ষমতায় আসবে না তৃণমূল৷ রাজ্য রাজনীতিতে বিজেপি কর্মীরা যে আত্মবলিদান দিয়েছেন তা বিফল হবে না বলেও উল্লেখ করেন তিনি৷ শুভেন্দু বলেন, ‘‘ব্যক্তি কেন্দ্রিক দলে আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না৷ যেখানে আস্থা নেই, বিশ্বাস নেই, যেখানে সম্মান নেই সেখানে থাকব না৷’’ বেশ কিছু দিন ধরেই উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করার প্রসঙ্গটি৷ এদিন শুভেন্দু বলেন, ‘‘যে আমাকে জন্ম দিয়েছেন তিনিই আমার মা৷ আর একজন মা হলেন ভারতমাতা৷ কাউকে মা বলতে হলে ভারত মাতাকেই মা বলব৷ অন্য কাউকে মা বলতে পারব না৷’’