কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা জনতার, বচসা পুলিশের

রায়গঞ্জ: নিরাপত্তার দাবিতে যখন ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন ভোটকর্মীদের একাংশ, ঠিক তখনই কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা স্থানীয়দের৷ বুথে ঢুকতে বাধা পেয়ে স্থানীয়দের সঙ্গে বচসা পুলিশের৷ জানা গিয়েছে, দ্বিতীয় দফায় ভোট করাতে ছ’জনের একটি ভোটকর্মীদের দল রায়গঞ্জের আব্দুলঘাট গ্রামে যান৷ কিন্তু, ভোটকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে না দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷

880b844e92fddd34360e48395317bd33

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা জনতার, বচসা পুলিশের

রায়গঞ্জ: নিরাপত্তার দাবিতে যখন ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন ভোটকর্মীদের একাংশ, ঠিক তখনই কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা স্থানীয়দের৷ বুথে ঢুকতে বাধা পেয়ে স্থানীয়দের সঙ্গে বচসা পুলিশের৷

জানা গিয়েছে, দ্বিতীয় দফায় ভোট করাতে ছ’জনের একটি ভোটকর্মীদের দল রায়গঞ্জের আব্দুলঘাট গ্রামে যান৷ কিন্তু, ভোটকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে না দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ ভোটকর্মীদের গাড়ির মধ্যেই বসিয়ে রাখা হয়৷ পুলিশ ও ভোটকর্মীদের ঘিরে চলে বিক্ষোভ৷ বিক্ষোভ সামাল দিতে মাঠে নামে পুলিশ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা৷ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে গ্রেপ্তারির হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশের তরফে৷ কিন্তু, তাতেও দমতে নারাজ স্থানীয়রা৷

তাঁদের দাবি, ‘‘গত পঞ্চায়েত ভোটে আমরা অংশ নিতে পারিনি৷ তৃণমূলের লোকজন ভোট লুট করেছিল৷ কিন্তু, এবার আমরা আমাদের ভোট নিজে হাতে দিতে চাই৷ শান্তিপূর্ণ ভোট করাতে হলে গ্রামে কেন্দ্রীয় বাহিনী চাই৷ না হলে এবারও ভোট লুট হবে৷’’ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা বিক্ষোভ চালিয়ে চালিয়ে যাচ্ছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *