লাগাম ছাড়া বিদ্যুতের মাশুল, রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিজেপির

কলকাতা: লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তে রাজ্যের বিদ্যুৎ কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ রাজ্য সরকারের মদতে বিদ্যুৎ সংস্থায় ১৩ হাজার কোটি টাকার লুট করেছে বলেও অভিযোগ তোলেন বিজেপি নেতা মুকুল রায়৷ এবার সেই একই অভিযোগ তুলে পুজোর আগে বাংলার রাজনীতিতে ঝাঁপাতে চলেছে রাজ্যের রাজ্য বিজেপির যুব মোর্চা৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু

লাগাম ছাড়া বিদ্যুতের মাশুল, রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিজেপির

কলকাতা: লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তে রাজ্যের বিদ্যুৎ কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ রাজ্য সরকারের মদতে বিদ্যুৎ সংস্থায় ১৩ হাজার কোটি টাকার লুট করেছে বলেও অভিযোগ তোলেন বিজেপি নেতা মুকুল রায়৷ এবার সেই একই অভিযোগ তুলে পুজোর আগে বাংলার রাজনীতিতে ঝাঁপাতে চলেছে রাজ্যের রাজ্য বিজেপির যুব মোর্চা৷

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, এই মুহূর্তে গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বিদ্যুতের দাম৷ গ্রাহকদের থেকে অতিরিক্ত মাশুল নেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি৷ অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে আগামী ১১ সেপ্টেম্বর বুধবার কলকাতার ভিক্টোরিয়া অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন তিনি৷ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে সিএসসির সদর দপ্তর রয়েছে৷ দপ্তর ঘেরাও কর্মসূচি করে বিদ্যুতের মাশুল কমানোর দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি৷ দলীয় বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর সায়ন্তন বসু জানান, রাজ্য সরকারকে আমরা বারবার বলেছি বিদ্যুতের দাম কমাতে৷ কিন্তু, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপির কোন কথা শোনে না৷ তাই আমরা কার্যত বাধ্য হয়ে এবার বিদ্যুতের দাম কমানোর জন্য আন্দোলনে নামছি৷

যদিও লোকসভা ভোটের আগে গত ১০ মে সাংবাদিক বৈঠক করে মুকুল রায় ঘোষণা করেছিলেন, গোটা রাজ্যের তুলনায় সব থেকে বেশি বিদ্যুতের মাশুল গুনতে হয় বাংলার গ্রাহকদের৷ ইউনিট প্রতি প্রায় সাত থেকে আট টাকা করে গুনতে হয় বলেও অভিযোগ জানান তিনি৷ ২০১৪-২০১৫ অর্থবর্ষে থেকে ১৭ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে বলেও দাবি জানিয়েছিলেন মুকুল রায়৷ হঠাৎ কেন বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি৷

একই সঙ্গে রাতে বাংলার প্রায় ৩২ লক্ষ গ্রাহকের থেকে অন্তত ১২ হাজার কোটি টাকা বিদ্যুৎ বণ্টন সংস্থা লুটে নিয়েছে বলেও অভিযোগ জানান তিনি৷ গ্রাহক কিছু প্রায় ৪০ হাজার টাকা লুটের অভিযোগ সামনে আনেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা৷ প্রকাশ্যেই জানান, এই লুটের কারণেই রাজ্যের রেগুলেটরি অথরিটিকে অথর্ব করে দেওয়া হয়েছে৷ মুকুল রায়ের এই দাবির পর এবার নতুন করে বিদ্যুতের দাম কমানোর লড়াইয়ে নামছে বঙ্গ বিজেপির যুব মোর্চা৷ পুজোর আগে নতুন করে বিজেপির কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা পর্যবেক্ষক মহলের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eight =