ছ’মাসের মধ্যেই আমরা এই রাজ্য সরকারকেই পাল্টে দেব: রূপা

রামপুরহাট: ‘এমপি ইলেকশনের ছ’মাসের মধ্যেই আমরা এই রাজ্য সরকারকেই পাল্টে দেব’। মঙ্গলবার নলহাটির শীতলগ্রামে বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এদিন বিকেল ৫টা নাগাদ তিনি শীতলগ্রামে আসেন। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিভিন্ন অভাব অভিযোগের কথা জানান। কেউ বলেন, আপনি কি পারবেন এখানকার উপ-স্বাস্থ্যকেন্দ্রের দশা ফেরাতে? কেউ

ছ’মাসের মধ্যেই আমরা এই রাজ্য সরকারকেই পাল্টে দেব: রূপা

রামপুরহাট: ‘এমপি ইলেকশনের ছ’মাসের মধ্যেই আমরা এই রাজ্য সরকারকেই পাল্টে দেব’। মঙ্গলবার নলহাটির শীতলগ্রামে বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

এদিন বিকেল ৫টা নাগাদ তিনি শীতলগ্রামে আসেন। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিভিন্ন অভাব অভিযোগের কথা জানান। কেউ বলেন, আপনি কি পারবেন এখানকার উপ-স্বাস্থ্যকেন্দ্রের দশা ফেরাতে? কেউ জিজ্ঞাসা করেন, রাস্তাঘাট ভালো হবে? ধান ও তুঁতের ন্যায্য দাম মিলবে? বিধবা ভাতা, সরকারি গৃহ না পাওয়ার অভিযোগও জানান কেউ কেউ। এরপরই তিনি বলেন, আমি এখানে না এলে জানতে পারতাম না, কত কাজ বাকি আছে। এমপি ইলেকশনের ছ’মাসের মধ্যেই আমরা এই রাজ্য সরকারকেই পাল্টে দেব। রাজ্য সরকার না পাল্টাতে পারলে কিছুই মিলবে না। এখানকার মুখ্যমন্ত্রী কিছুই করেননি। তাঁর দাবি, কেন্দ্রে ফের ক্ষমতায় আসবে মোদি। রাজ্যও দখল করবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =