কলকাতা: তৃণমূলের উত্থানের পিছনে বিজেপির সহযোগিতার এবার নিজে মুখে শিকার করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷
প্রথম রাজ্য বিজেপির দপ্তরে বসে শোভন বলেন, ‘‘অটল বিহারী বাজপেয়ীজি তৃণমূলের হাত না ধরলে আজ তৃণমূল এখানে দেখতে পেতে না৷ কারণ, বাম জমানার সেই দমন-পীড়ন থেকে তৃণমূল রক্ষা পেত না৷ আজ সেই বামাদের থেকেও পরিস্থিতি খারাপ৷ আমি ৪০ বছর ধরে রাজনীতি করছি৷ কিন্তু, এমন পরিস্থিতি দেখিনি, যেখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না৷’’
এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলে ভোট গুরু প্রশান্ত কিশোরকে ঠিকাদার কর্মী বলে কটাক্ষ করেন শোভন চট্টোপাধ্যায়৷ জানান, ‘‘তৃণমূলের জনসংযোগ এমন পর্যায়ে পৌঁছেছে, যাতে ঠিকাদার কর্মী নিয়োগ করতে হচ্ছে তৃণমূলকে৷ এর থেকেই বোঝা যাচ্ছে, তৃণমূল নেতাদের মতামত দেওয়ার কোনও অবস্থায় নেই৷’’