নয়াদিল্লি: সাধারণ জনতার ভাগ্য যাচাইয়ে আরও বাড়ছে করের বোঝা৷ কর বাড়ানোর সিদ্ধান্ত সদ্য সমাপ্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে৷ বুধবারের বৈঠকে লটারির টিকিটের উপর জিএসটি বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি কাউন্সিলের বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, বিভিন্ন রাজ্যে লটারির উপর সমান হারে জিএসটি বসানো হবে৷ আগামী বছর ১ মার্চ থেকে রাজ্যে লটারির উপর কিংবা বেসরকারি সংস্থার লটারির উপর ২৮ শতাংশ হারে জিএসটি বসবে৷ ২৮ শতাংশ জিএসটি চাপানোর জেরে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে লটারির দাম৷
একই সঙ্গে পুরস্কার মূল্যের উপরও করের বোঝা চাপানোর জেরে বিজয়ীরাও কম পরিমাণ অর্থমূল পাবেন৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে সব থেকে বেশি লাভবান হবে রাজ্য ও কেন্দ্র সরকার৷ কর বাড়লে লাভ বাড়বে সরকারের৷ এমনিতেই লটারি বিক্রি করে প্রতিদিন কয়েক কোটি টাকা ব্যবসা করে থাকা সরকারি ও বেসরকারি বহু সংস্থা৷ লটারির নামে গোটা দেশজুড়ে চলে কোটি কোটি টাকার কালো বাজারি৷ এবার সেই লটারি ব্যবস্থা করের বোঝা আরও বেড়ে যাওয়ায় কাল বাজারি আরও বেড়ে যাবে না তো? উঠছে প্রশ্ন৷