বিজেপির টিকিটে ভোটে দাঁড়াবেন বলিউডের এই অ্যাকশন সুপারস্টার?

চণ্ডীগড়: বলিউডের অ্যাকশন সুপারস্টার সানি দেওলের সঙ্গে শুক্রবার দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। নির্ভরযোগ্য সূত্রে খবর, অমৃতসর থেকে সানিকে প্রার্থী করার জন্যই অমিত তাঁকে রাজি করাতে গিয়েছিলেন। তারপর থেকেই সানির রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এব্যাপারে অভিনেতা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি (রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ)। আমি শুধুমাত্র তাঁর (অমিত শাহ) সঙ্গে

cc04ec9b1f6a96a8032f8c2861c8bc9a

বিজেপির টিকিটে ভোটে দাঁড়াবেন বলিউডের এই অ্যাকশন সুপারস্টার?

চণ্ডীগড়: বলিউডের অ্যাকশন সুপারস্টার সানি দেওলের সঙ্গে শুক্রবার দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। নির্ভরযোগ্য সূত্রে খবর, অমৃতসর থেকে সানিকে প্রার্থী করার জন্যই অমিত তাঁকে রাজি করাতে গিয়েছিলেন।

তারপর থেকেই সানির রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এব্যাপারে অভিনেতা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি (রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ)। আমি শুধুমাত্র তাঁর (অমিত শাহ) সঙ্গে দেখা করেছি। আমরা ছবিও তুলেছি। ব্যাস এটাই।’ সানির এই মন্তব্যে স্পষ্ট আপাতত তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছেন।

এদিকে পাঞ্জাবে শিরোমণি অকালি দলের সঙ্গে জোট গড়েছে বিজেপি। তারা ঠিক করেছে পাঞ্জাবের তিনটি লোকসভা আসনে প্রার্থী দেবে। পাঞ্জাবের ১৩টি লোকসভা আসনের ওই তিনটি হল অমৃতসর, গুরুদাসপুর এবং হোসিয়ারপুর। তবে ওই তিন কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। অমৃতসর কেন্দ্র থেকে ৬২ বছরের সানিকে প্রার্থী করতে চায় বিজেপি। যদিও ওই কেন্দ্রে প্রার্থী হওয়ার তালিকায় অভিনেত্রী পুনম ধিলন এবং রাজিন্দর মোহন সিং চিন্নার নামও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *