কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলায় রকেট গতিতে যে সাফল্য এসেছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও কি তা ধরে রাখতে পারবে বঙ্গ বিজেপি? বিজেপি’র কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে উঠলে এল এমনই বেশ কিছু প্রশ্ন৷ ২১-এ বাংলা দখলের লক্ষ্যে এখন থেকেই ছক কষতে শুরু করেছে নেতৃত্ব৷
মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামলাল, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিততে সেই ছকের প্রথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর৷ মহারাষ্ট্র নিবাস হলে আয়োজিত এই সভায় বিজেপি’র এক নেতা পরিসংখ্যান দিয়ে বলেন, রাজ্যের ১৬টি জেলায় বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে৷ চারটি জেলায় তৃণমূল খুব সামান্য ভোটে এগিয়ে৷ তিনি এই বৈঠকে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশে জানান, এই যেখানে অবস্থা, সেখানে কি আপনারা মনে করেন যে, ২০২১ সালের আগেই তৃণমূল সরকারের চলে যাওয়া উচিত? ক্ষমতায় থাকার নৈতিক অধিকার তারা হারিয়েছে? এই প্রশ্নে হাত তুলে নেতার বক্তব্যে সায় দেন সবাই৷