যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন আন্দোলনকারীরা তা কি বাস্তবায়িত হবে?

Future of Bangladesh যে রক্তক্ষয়ী আন্দোলন হল বাংলাদেশে তার সুফল কি আগামি দিনে পাওয়া যাবে? ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। অন্তর্বর্তী…

Future of Bangladesh Will the dream of a new Bangladesh be realized under Muhammad Yunus?

Future of Bangladesh

যে রক্তক্ষয়ী আন্দোলন হল বাংলাদেশে তার সুফল কি আগামি দিনে পাওয়া যাবে? ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এই প্রশ্নই উঁকি মারছে। (Future of Bangladesh)

Will the dream of a new Bangladesh be realized under Muhammad Yunus?

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন ঘিরে দিনের পর দিন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় জুলাই মাস ধরে। মৃত্যু হয় দুশোর বেশি আন্দোলনকারীর। এরপর চলতি মাসের প্রথম দিকে সেই আন্দোলনের অভিমুখ বদলে যায়। আন্দোলনকারীদের দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। অবশেষে সেটাই হয়েছে। কিন্তু নতুন করে যখন আন্দোলন শুরু হল বাংলাদেশে তখন দেখা গেল বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভাঙা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কুমিল্লায় একটি পাঠাগার ভেঙেচুরে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানে আগুন ধরিয়ে দিয়ে নষ্ট করা হয়েছে বহু দুর্মূল্য বই। হোটেলে আগুন দিয়ে মেরে ফেলা হয়েছে বহু মানুষকে। পিটিয়ে খুন করা হয়েছে বহু পুলিশকর্মীকে। সব মিলিয়ে নতুন করে দেড়শোর বেশি মানুষ নিহত হয়েছেন হিংসার কবলে পড়ে। তাই প্রশ্ন আন্দোলনকারীরা ঠিক কি চাইছেন?

Bangladesh political movement

এই পরিস্থিতিতে বাংলাদেশে স্থিতিশীলতা এনে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন  মহম্মদ ইউনুস। কিন্তু সেটা কি করে দেখাতে পারবে বাংলাদেশ?

Muhammad Yunus interim government

বাংলাদেশের বড় অংশ রাস্তায় নেমে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। এরপর ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিলেন। আর হাসিনা পদত্যাগ করায় বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেল বলে তাঁরা দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্ত দাবি বাংলাদেশে বহুদিন ধরেই রয়েছে তার সুরাহা কতটা হবে? কর্মসংস্থানের ক্ষেত্রে কি আগামী দিনে বিপ্লব আসবে বাংলাদেশে? দেশ থেকে দুর্নীতি পুরোপুরি মুছে ফেলা যাবে? অসাধারণ উন্নতি হবে শিল্পক্ষেত্রে? যোগাযোগ ব্যবস্থার মান আরও বাড়বে? সুষ্ঠু ভোটাধিকার ফিরে পাবেন বাংলাদেশবাসী? যাঁদের মেধা আছে তাঁরা উপযুক্ত সম্মান পাবেন সর্বক্ষেত্রে? স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে? এই প্রশ্নগুলি এই কারণেই উঠছে যে নতুন সরকার তৈরি হলেও সিস্টেমের খোলনলচে কিন্তু একদিনে বদলানো যাবে না।

Sheikh Hasina resignation

বিভিন্ন দফতরে সেই একই মানুষগুলি কিন্তু বসে রয়েছেন। তাঁরা কতটা উদ্যোগী হয়ে কাজ করবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। এই পরিস্থিতিতে বুধবার বাংলাদেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছে ইউনুস। সেখানে অবিলম্বে হিংসা থামিয়ে দেশবাসীকে শান্ত হওয়ার আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে বলেছেন বাংলাদেশে স্থিতিশীলতা না আসলে দেশ এগোবে না। এর পাশাপাশি সর্ব ধর্মের মানুষ যাতে সমান অধিকার পেয়ে বেঁচে থাকতে পারেন, সরকার গঠন করতে পারেন ভোট দানের মাধ্যমে, সেই বার্তাও দিয়েছেন তিনি।

Bangladesh unrest

ঘটনা হল ২০০৯ সাল থেকে কদিন আগে পর্যন্ত বাংলাদেশে টানা প্রধানমন্ত্রী পদে ছিলেন শেখ হাসিনা। তখনও বাংলাদেশ জুড়ে নানা কর্মকাণ্ড হবে এমন কথা শোনা গিয়েছিল। কিন্তু বাংলাদেশের অগ্রগতি শুরু হলেও পরবর্তীকালে হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। আর তাতেই বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারই ফলশ্রুতি এই হিংসাত্মক আন্দোলন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আগামী দিনে ফের এমন পরিস্থিতি বাংলাদেশে দেখা যাবে না তো? ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’, এই প্রবাদ ফের মিলে যাবে না তো বাংলাদেশে? এর উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভেই।

আরও পড়ুন-

কেন পতন হল হাসিনা সরকারের? নেপথ্যে আছে বহু কারণ

বেপরোয়া বাংলাদেশ: বঙ্গে হিন্দুত্ব ইস্যু জাগিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি?

চাওসেস্কু থেকে হাসিনা, বাসভবনে গণ-তাণ্ডব, শাসকের কন্ট্রোল জনতার

দেশটা গড়লেন যে মুজিব তাঁকেই অপমান! এ কেমন বাংলাদেশ?

Politics:  As Muhammad Yunus assumes interim leadership, questions arise about the future of Bangladesh after a bloody movement for change. Will the dream of a new Bangladesh be realized? Explore the potential outcomes and challenges facing the nation.