এবারও কি পুজোয় বড় চমক দেবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে প্রত্যাশা

কলকাতা: শহরের পুজোয় মাথা গলাতে শুরু করেছে বিজেপি৷ তার উপর রয়েছে আয়কর নোটিস৷ পুজো কমিটিকে আয়কর নোটিসের বিরোধীতায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আয়কর দপ্তরের সামনে হয়েছে ধর্না৷ একদিকে আয়কর চাপ, অন্যদিকে পুজোয় গেরুয়া উত্থানের আশঙ্কা মাথায় রেখে ফের কলকাতার দুর্গাপুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩০ আগস্ট নেতাজি

18999be1b8fdd89f10725778ada651ab

এবারও কি পুজোয় বড় চমক দেবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে প্রত্যাশা

কলকাতা: শহরের পুজোয় মাথা গলাতে শুরু করেছে বিজেপি৷ তার উপর রয়েছে আয়কর নোটিস৷ পুজো কমিটিকে আয়কর নোটিসের বিরোধীতায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আয়কর দপ্তরের সামনে হয়েছে ধর্না৷ একদিকে আয়কর চাপ, অন্যদিকে পুজোয় গেরুয়া উত্থানের আশঙ্কা মাথায় রেখে ফের কলকাতার দুর্গাপুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩০ আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের ডারা বৈঠকে অংশ নেবেন মমতা৷

জানা গিয়েছে, ওই বৈঠকে পুজোর সুরক্ষার ও ভাসানের দিনক্ষণ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও গত বছরের মতো এবারও ক্লাবগুলিকে অনুদান ঘোষণা করা হতে পারে সূত্রের খবর৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসবে দমকল থেকে শুরু করে পুরসভা৷ পূর্ত দপ্তর থেকে সিইএসসি৷

দুর্গা পুজোর দু’মাস বাকি থাকলেও এখন থেকেই হাল ধরতে তৈরি কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, লালবাজারের পক্ষ থেকে উদ্যোক্তাদের সাফ জানানো হয়েছে, থিমের জন্য কোনও অবস্থায় দর্শনার্থীদের সুরক্ষার সঙ্গে আপস করা যাবে না৷ পথ আটকে করা যাবে না পুজো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *