রাজনীতির ময়দানে হঠাৎ ‘ভ্যানিশ’ নওশাদ! ফের কী প্রাসঙ্গিক হবেন?

রাজনীতির ময়দান থেকে উধাও নওশাদ! (Nawsad Siddique) অন্য ধারায় রাজনীতি করে গত তিন বছরে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজ্য রাজনীতির অন্যতম…

Indian Secular Front (ISF) Bengal politics naushad siddiqui Indian Secular Front (ISF) Bengal politics

রাজনীতির ময়দান থেকে উধাও নওশাদ! (Nawsad Siddique)

অন্য ধারায় রাজনীতি করে গত তিন বছরে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজ্য রাজনীতির অন্যতম প্রাসঙ্গিক চরিত্র হিসেবে তাঁকে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে পর থেকেই কার্যত রাজ্য রাজনীতির ময়দান থেকে যেন উধাও হয়ে গিয়েছেন নওশাদ। এমন কোনও উল্লেখযোগ্য কর্মসূচি সামনে আসেনি যেখানে তাঁকে দেখা গিয়েছে।

নওশাদের  ডায়মন্ড বিড়ম্বনা (Bengal politics)

ঘটনা হল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি নিজে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে বহুবার দাবি করেছিলেন। একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তিনি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেবেন। কিন্তু যখন আইএসএফ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল দেখা গেল ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদের নাম নেই। তখন নানা যুক্তি তুলে ধরেছিলেন তিনি।

তৃতীয় হওয়ার জন্যই কী আইএসএফ লড়াই করেছিল? (Political importance)

বলেছিলেন, দল চাইলে তিনি প্রার্থী হবেন। কিন্তু প্রশ্ন ওঠে দলের সবচেয়ে বড় নেতা তো তিনিই, তাহলে দল বলতে তিনি কাদের বোঝাচ্ছেন? বস্তুত তখন থেকেই সংবাদমাধ্যমে নওশাদের উপস্থিতি কমতে দেখা যায়। এরপর লোকসভা নির্বাচনে যেখানে যেখানে প্রার্থী দিয়েছিল আইএসএফ, তার কোনওটাতেই তারা সেভাবে সুবিধা করতে পারেনি।

তবে বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর কেন্দ্রে তারা বামেদের চতুর্থ স্থানে ঠেলে দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। কিন্তু নির্বাচনে তৃতীয় হওয়ার জন্যই কী আইএসএফ লড়াই করেছিল? কেন তারা বাম-কংগ্রেসের সঙ্গে জোট করল না তা নিয়ে ফের প্রশ্ন উঠে যায় নির্বাচনের ফল প্রকাশের পর।

নওশাদ: যতটা গর্জন, ততটা বর্ষণ হল না [Indian Secular Front (ISF)]

অথচ লোকসভা নির্বাচনের আগে আইএসএফের বডি ল্যাঙ্গোয়েজ দেখে মনে হয়েছিল তারা যেখানে প্রার্থী দিচ্ছে সেখানে কামাল করে দেবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল যতটা গর্জন হয়েছিল তার ছিটেফোঁটাও বর্ষণ হয়নি। আর তখন থেকেই রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন নওশাদ। তাই প্রশ্ন, আগামী দিনে কী ফের প্রাসঙ্গিক হবেন তিনি?

প্রাসঙ্গিকতা ফিরে পাবেন নওশাদ? (political significance)

ঘটনা হল লোকসভা নির্বাচনের আগে থেকে হঠাৎই যেন তৃণমূল বিরোধিতার ক্ষেত্রে আইএসএফকে আগের মতো ততটা উচ্চস্বরে কথা বলতে দেখা যায়নি। সেই জন্যই কী তারা প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেছে?

এই চর্চা প্রত্যাশিতভাবেই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই অবস্থা থেকে নওশাদ তথা তাঁর দল কতটা প্রাসঙ্গিকতা ফিরে পায় এখন সেটাই দেখার। – ছবি সৌজন্যে Google

আরও পড়ুন-

অধীর হারতেই প্রদেশ নেতৃত্বকে ‘উপেক্ষা’ করে নবান্নে চিদম্বরম!

শুধুই কেলেঙ্কারি! নিটের পর ইউজিসি-নেট, এখানেও টাকার খেলা?

কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ কারা? তাঁদের মোকাবিলা কীভাবে?

দিনহাটায় অবাধ ভোট হয়েছে বলে ‘ক্ষুব্ধ’ উদয়ন!

বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূলমুখী কংগ্রেস?

পরিস্থিতি বেগতিক! চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ছক কষা 

Politics: Nawsad Siddique

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *