মিমি-নুসরাত সংসদে গিয়ে বাংলার প্রতিনিধিত্ব করবে? প্রশ্ন দিলীপের

কলকাতা: তৃণমূলের তারকা-প্রার্থীদের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি অভিনেত্রী মিমি-নুসরাতকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘এরা সংসদে গিয়ে বাংলার প্রতিনিধিত্ব করবে? কিছু বলতে পারবে তো? এদের দিয়েই মুখ্যমন্ত্রী ভোটে জেতার চেষ্টা করছে৷ আসলে মমতার আত্মবিশ্বাস নষ্ট হয়েছে, তাই নুসরাতকে প্রার্থী করা হয়েছে৷’’ মিমি-নুসরাতকে আক্রমণ করতে গিয়ে লকেট-রূপার প্রসঙ্গ

মিমি-নুসরাত সংসদে গিয়ে বাংলার প্রতিনিধিত্ব করবে? প্রশ্ন দিলীপের

কলকাতা: তৃণমূলের তারকা-প্রার্থীদের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি অভিনেত্রী মিমি-নুসরাতকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘এরা সংসদে গিয়ে বাংলার প্রতিনিধিত্ব করবে? কিছু বলতে পারবে তো? এদের দিয়েই মুখ্যমন্ত্রী ভোটে জেতার চেষ্টা করছে৷ আসলে মমতার আত্মবিশ্বাস নষ্ট হয়েছে, তাই নুসরাতকে প্রার্থী করা হয়েছে৷’’

মিমি-নুসরাতকে আক্রমণ করতে গিয়ে লকেট-রূপার প্রসঙ্গ তোলেন৷ বলেন, ‘‘আমাদের দলেও অভিনেত্রীরা রয়েছেন৷ লকেট ও রূপা রয়েছেন৷ কিন্তু, কোথায় রূপা-লকেট, কোথায় মিমি-নুসরাত৷ রূপা-লকেট অনেক সিনিয়র৷ ওদের রাজনীতি আসার এখনও বয়সই হয়নি৷’’

এদিন তৃণমূলের দুই প্রার্থীকে আক্রমণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তোলেন৷ বলেন, ‘‘বিজেপি একা নয়, রাজ্যে হিংসার দাবি বাম-কংগ্রেসও তুলছে৷ অতি স্পর্শকাতর দাবি তুলতেই রাস্তায় তৃণমূল৷ দাবি পূরণ হলে কী করবে ওরা?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =