সাধারণ সাংসদ হয়েই থাকে যাবেন অভিজিৎ? হারিয়ে যাবেন রাজনীতির ‘পাঁকে’?

মন্ত্রিসভায় স্থান হল না (Abhijit Ganguly) প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিলেন। সেই সঙ্গে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন একঝাঁক এনডিএ সাংসদ। সেই তালিকায়…

Abhijit Ganguly's future in BJP politics Tamluk BJP Candidate Stages Dharna in Moyna

মন্ত্রিসভায় স্থান হল না (Abhijit Ganguly)

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিলেন। সেই সঙ্গে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন একঝাঁক এনডিএ সাংসদ। সেই তালিকায় রয়েছে বঙ্গ বিজেপির অতি পরিচিত দুই মুখ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। কেন্দ্রের গত মন্ত্রিসভাতেও ছিলেন শান্তনু। তবে সুকান্ত এই প্রথম মন্ত্রী হলেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেলেন না তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অথচ
অসম্ভব জল্পনা ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার মন্ত্রী হবেন।

আইনমন্ত্রী অভিজিৎ?

এমনকী তিনি আইনমন্ত্রী হচ্ছেন, এই চর্চাও শুরু হয়ে যায় রাজ্য জুড়ে। কিন্তু কোথায় কী! রবিবার কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের তালিকায় ছিল না প্রাক্তন বিচারপতির নাম। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একজন বর্ণময় চরিত্র তা নিঃসন্দেহে বলা যায়।

তমলুকের সাংসদ অভিজিৎ

অতীতে কলকাতা হাইকোর্টের বিচারপতির আসনে বসে তাঁর একের পর এক রায় নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। পশ্চিমবঙ্গ তথা দেশজুড়ে সেই সময় তাঁকে নিয়ে যথেষ্ট চর্চা হয়। সেই সঙ্গে তাঁর বিভিন্ন নির্দেশ নিয়ে তীব্র বিতর্কও দেখা দেয়। তবে বিচারপতি হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করে তমলুকের প্রার্থী হন অভিজিৎ।

অভিজিৎকে পূর্ণমন্ত্রী?

নির্বাচনী লড়াইয়ে হারিয়েও দেন তৃণমূলের নবীন প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। সঙ্গে সঙ্গে জল্পনা ছড়ায় যে অভিজিৎকে কেন্দ্রে পূর্ণমন্ত্রী করা হবে। যদিও প্রাক্তন বিচারপতির মুখে এই সংক্রান্ত একটি শব্দও শোনা যায়নি। কিন্তু তিনি কিছু বলুন বা না বলুন, মন্ত্রী হতে কে না চান? তাই ধরে নেওয়াই যায় যে তিনিও মনে করেছিলেন তাঁকে মন্ত্রী করা হবে। তবে সেটা হল না।

সাধারণ একজন সাংসদ

যদিও এ বিষয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব শুধুমাত্র সাধারণ একজন সাংসদ সাংসদ হিসেবেই থেকে যাবেন? তবে কী তিনিও আর পাঁচজনের মতো রাজনীতির ‘পাঁকে’ হারিয়ে যাবেন? শুধুমাত্র একজন সাংসদ হওয়ার জন্যই কী তিনি রাজনীতির জগতে প্রবেশ করেছিলেন? এই সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

দায়িত্ব ছিল শুভেন্দুর

বিজেপিতে যোগদান করার পরেই তমলুকে প্রার্থী হন অভিজিৎ। তাঁকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাতারাতি তিনি ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ হয়ে ওঠেন। আর এই নির্বাচনে প্রচারে রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন শুভেন্দু। কিন্তু নির্বাচনে বিজেপি গতবারের ফল ধরে রাখতে পারেনি। যে ৩০টি আসনে জেতার টার্গেট নিয়েছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, তার অর্ধেক আসনেও জয় পায়নি দল।

১২ আসনে বিজেপি

বিজেপি থেমে যায় ১২ আসনে। যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের প্রশ্নের মুখে শুভেন্দুকে পড়তে হচ্ছে বলে খবর। তবে কী অভিজিৎকে মন্ত্রী না করে প্রচ্ছন্নভাবে শুভেন্দুকেও বার্তা দেওয়া হল? রাজ্য বিজেপির অন্দরে যারা শুভেন্দুর বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত তাঁরা এমন তত্ত্ব তুলে ধরছেন। সবমিলিয়ে তমলুকে ভাল ব্যবধানে জিতেও ফের চর্চায় উঠে এসেছেন অভিজিৎ।

বিজেপির একটি সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী পাঁচ বছরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। তখন হয়ত অভিজিৎকে মন্ত্রী করা হতে পারে। তবে যাই হোক না কেন, প্রথম দফায় অভিজিৎ মন্ত্রী না হওয়ায় তাঁর প্রতি বিজেপি যথার্থ সম্মান দেখাতে পারল কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

রাস্তাই রাস্তা দেখায়, এবার ‘ধন্যবাদ যাত্রা’ করবেন রাহুল! কতটা চাপে বিজেপি?

নয়া সমীকরণ! কংগ্রেস বিরোধী জোটের ক্যাপ্টেন অভিষেক?

মাত্র ৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রী ও ছেলের সম্পদ বাড়ল ৮২২ কোটি টাকা!

Politics: PM Abhijit Ganguly. Speculation surrounds BJP MP Abhijit Ganguly‘s political future as he wasn’t included in the central cabinet. Despite high expectations and his past as a High Court judge, he remains just an MP. Will he rise in politics or get lost in the fray?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *