কেন এত অশান্তি, কী করছিল বাহিনী? কমিশনকে চিঠি

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী হাজির থাকলেও নিষ্ক্রিয়ছিল। রবিবার রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণের পর এই অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি দিল প্রদেশ কংগ্রেস। দলের পক্ষে রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য তাঁর চিঠিতে সপ্তম তথা শেষ দফার ভোট আরও হিংসাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর দাবি, তৃণমূল যখন বুথ দখল করে ভোট করাচ্ছে, তখন

ddd74edecb2b19fb95951acb4eef9bf8

কেন এত অশান্তি, কী করছিল বাহিনী? কমিশনকে চিঠি

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী হাজির থাকলেও নিষ্ক্রিয়ছিল। রবিবার রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণের পর এই অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি দিল প্রদেশ কংগ্রেস। দলের পক্ষে রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য তাঁর চিঠিতে সপ্তম তথা শেষ দফার ভোট আরও হিংসাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর দাবি, তৃণমূল যখন বুথ দখল করে ভোট করাচ্ছে, তখন সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও রাজ্য পুলিসের সঙ্গে তারাও দর্শকের ভূমিকা নিয়েছে। ফলে, প্রতিশ্রুতি দিলেও রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট করাতে কমিশন পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন প্রদীপবাবু।

আগামী ১৯ মে রাজ্যে শেষ দফার ভোট। কিন্তু এদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যেভাবে হিংসা ছড়িয়েছে, তাতে তিনি শঙ্কিত বলে জানিয়েছেন প্রদীপবাবু। উল্লেখ্য, গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিলেনতিনি। তাঁর দাবি, পর্যাপ্ত বাহিনী পাঠানো হলেও তাদের কাজে লাগানো হচ্ছে না। অনেক ক্ষেত্রে রাজ্যের পুলিস শাসক দলের হয়ে তাদের ব্যবহার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *