বিদেশে ব্যালট পেপারে ভোট হলে ভারতে নয় কেন? কমিশনে যাচ্ছে ২১ দল

নয়াদিল্লি: ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুলে ফের ব্যালট পেপার ফেরানোর দাবিতে এবার জোট বাঁধলন বিরোধী ২১ দল৷ রবিবার কংগ্রেস, আপ, তেলুগু দেশম পার্টিসহ ২১টি বিরোধী দল সাংবাদিক বৈঠক করে বাকি ছ’দফার নির্বাচনে ব্যালট পেপার ফারানোর দাবি জানায়৷ এই ব্যাপারে কমিশনের কাছে তাঁরা আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে৷ এবিষয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ‘‘ইভিএম মেশিন

বিদেশে ব্যালট পেপারে ভোট হলে ভারতে নয় কেন? কমিশনে যাচ্ছে ২১ দল

নয়াদিল্লি: ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুলে ফের ব্যালট পেপার ফেরানোর দাবিতে এবার জোট বাঁধলন বিরোধী ২১ দল৷ রবিবার কংগ্রেস, আপ, তেলুগু দেশম পার্টিসহ ২১টি বিরোধী দল সাংবাদিক বৈঠক করে বাকি ছ’দফার নির্বাচনে ব্যালট পেপার ফারানোর দাবি জানায়৷ এই ব্যাপারে কমিশনের কাছে তাঁরা আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে৷

এবিষয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ‘‘ইভিএম মেশিন নিয়ে আমাদের সন্দেহ রয়েছে৷ ভোটারদের বিশ্বাস তখনই জেতা যাবে, যদি পোস্টাল ব্যালট ফিরিয়ে আনা হয়৷’’  জানান, জার্মানির মতো উন্নত দেশেও ২০০৫-২০০৯ সাল পর্যন্ত ইভিএম ব্যবহার করা হয়েছিল। তারপর তারা ফের ব্যালটে ফিরে যায়৷ নেদারল্যান্ডসেও ১৯৯০ থেকে ২০০৭ পর্যন্ত ইভিএম ব্যবহার করার পর তারা ফের ফিরে গিয়েছ ব্যালট পেপারে৷ আয়ারল্যান্ডেও ২০০৪ সালের পর ব্যালট পেপারের ব্যবহার শুরু হয়৷ বিদেশে হলে ভারতে সম্ভব নয় কেন? প্রশ্ন তোলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *