কেন মোদির বিরুদ্ধে প্রার্থী হলেন না? জবাব দিলেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: কংগ্রেসের প্রবীণ নেতাদের পরামর্শ মেনে নিয়ে তিনি বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হননি বলে জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। মাস খানেকেরও বেশি সময় ধরে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী ভোটে দাঁড়াতে পারেন বলে জল্পনা ছিল। আর বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে সেই জল্পনায় ইন্ধন যুগিয়েছেন প্রিয়াঙ্কা স্বয়ং। অথচ

86a85a458b35a4263450e12c3b13a1dc

কেন মোদির বিরুদ্ধে প্রার্থী হলেন না? জবাব দিলেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: কংগ্রেসের প্রবীণ নেতাদের পরামর্শ মেনে নিয়ে তিনি বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হননি বলে জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। মাস খানেকেরও বেশি সময় ধরে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী ভোটে দাঁড়াতে পারেন বলে জল্পনা ছিল।

আর বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে সেই জল্পনায় ইন্ধন যুগিয়েছেন প্রিয়াঙ্কা স্বয়ং। অথচ বারাণসী কেন্দ্রে অজয় রাইকে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। আর সঙ্গে সঙ্গেই মোদি বনাম প্রিয়াঙ্কার হাই প্রোফাইল লড়াইয়ের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। বলাবলি শুরু হয়ে যায়, হার নিশ্চিত বুঝেই ময়দান ছেড়ে পালালেন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার এক টিভি চ্যানেলকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আমি এই নিয়ে দলের প্রবীণ নেতা এবং উত্তরপ্রদেশের কংগ্রেস সহকর্মীদের সঙ্গে আলোচনা করি। তাঁরা জানান, ৪১টি কেন্দ্রের দায়িত্ব আমার রয়েছে। প্রত্যেক প্রার্থীই চান, আমি তাঁদের কেন্দ্রে প্রচার করি। আমিও অনুভব করি, সকলকে বাদ দিয়ে আমি যদি কেবল একটি কেন্দ্রে পড়ে থাকি, তবে তাঁরা হতাশ হবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *