কলকাতা: বাংলার পর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনেও যখন জোরদার ধাক্কা গেরুয়া শিবিরে, তখন কলকাতার শ্যামবাজারে বিজেপির সভায় মূলত মোদি ভঞ্জনাই করে গেলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা৷ এখনো পর্যন্ত জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মোদি সরকারের দেওয়া কোনও ব্যাখ্যাই স্বচ্ছ নয় দেশের নাগরিকের কাছে৷ তাসত্ত্বেও স্বভাবচিত ভঙ্গিতেই এদিন মমতা সরকারের ভোটের রাজনীতির প্রসঙ্গ তুলে সুর চড়ালেন নাড্ডা৷
সভামঞ্চ থেকে নাড্ডার মন্তব, ‘‘সিএএর অর্থ নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া নয়৷’ এপ্রসঙ্গে দেশের সংখ্যালঘু থেকে শুরু করে দলিত, মতুয়া, আদিবাসী সম্প্রদায়ের আবেগকে হাতিয়ার করে নাগরিকত্ব আইনের সমর্থনে একের পর এক যুক্তি খাড়া করলেন৷ অতীতে ধর্মের ভিত্তিতে দেশের যে বিভাজন হয়েছে তার জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন এই বিজেপি নেতা৷ নাগরিকত্ব সংশোধনী আইনের পাতায় সংখ্যালঘুদের ব্রাত্য করা হয়েছে মূলত এই দাবিতেই আইন বিরোধি প্রতিবাদ হিংসার চেহারা নিয়েছে৷
কিন্তু নাড্ডার বললেন সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব সরকারের৷ দেশের মুসলিমদের যথাযথ সম্মান দেওয়া হয়েছে বলেই দাবি করেন তিনি৷ এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে সংখ্যালঘুদের মধ্যে থেকে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতির কথাও উল্লেখ করেন৷ বাঙালি ভাবাবেগর কথা মাথায় রেখে এদিন বাংলাদেশ থেকে আসা মানুষদের কথাও তুলে ধরেন জেপি নাড্ডা৷
তিনি বলেন, দেশকে পথ দেখিয়েছে যে বাংলা সেই বাংলাই চায় বিজেপি৷ এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নাড্ডার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, হতে দেব না৷ হতে দেব না৷ কিন্তু, কেন হতে দেব না? বাংলায় সিএএ চালু না হতে দেওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতিকেই এদিন দায়ী করে যান বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি৷