কেন অচল বাংলার চিকিৎসা ব্যবস্থা? সংসদে ঝড়ের পূর্বাভাস

কলকাতা: আগামী ২৫ জুন সংসদের শুরু হচ্ছে প্রথম অধিবেশন৷ এবারের বাদল অধিবেশনে যোগ দিতে চলেছেন বাংলার ৪২ সাংসদ৷ সংসদ শুরুতেই এবার ঝড়ের পূ্বাভাস! সৌজন্যে, বাংলার অচল হয়ে পড়া চিকিৎসা ব্যবস্থা৷ এনআরএস কাণ্ডের ঘটনার বিস্তারিত জানিয়ে সংসদে সবর হতে চলেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুভাষ সরকার৷ রাজ্য বিজেপির তরফে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

কেন অচল বাংলার চিকিৎসা ব্যবস্থা? সংসদে ঝড়ের পূর্বাভাস

কলকাতা: আগামী ২৫ জুন সংসদের শুরু হচ্ছে প্রথম অধিবেশন৷ এবারের বাদল অধিবেশনে যোগ দিতে চলেছেন বাংলার ৪২ সাংসদ৷ সংসদ শুরুতেই এবার ঝড়ের পূ্বাভাস! সৌজন্যে, বাংলার অচল হয়ে পড়া চিকিৎসা ব্যবস্থা৷ এনআরএস কাণ্ডের ঘটনার বিস্তারিত জানিয়ে সংসদে সবর হতে চলেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুভাষ সরকার৷

রাজ্য বিজেপির তরফে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গে জানানো হয়েছে, গত ২০১৭ সালের থেকে এখনও পর্যন্ত বাংলায় ২৩৩ জন চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্য কর্মী হাসপাতালের মধ্যেই নিগৃহীত হয়েছেন৷ গোটা ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মেডিকেয়ার আইন ২০০৯  অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে৷ অভিযুক্তদের মধ্যে জনপ্রতিনিধিরও রয়েছেন৷ মূলত, এই তথ্য তুলে ধরে সংসদে আলোচনার প্রস্তাব রাখতে চলেছেন সাংসদ, চিকিৎসক ডাঃ সুভাষ সরকার৷ তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ৪ দিন অচলাবস্থার পর তা স্বাভাবিক করার বদলে ডাক্তারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আক্রমণকারীদের উৎসাহিত করেছেন৷ এর প্রতিবাদ প্রয়োজন৷ সংসদেও আলোচনা হওয়া জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *