অযোধ্যা রায় নিয়ে কেন চুপ তৃণমূল? ফাঁস করলেন দিলীপ

কলকাতা: ১৩৪ বছরের দীর্ঘ বিতর্কে পর অবশেষে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত৷ অবশেষে যবনিকা পতন ঘটেছে অযোধ্যার মামলার রায়ে৷ আজ সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হওয়ার পর কেন তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল না? বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ অযোধ্যার অযোধ্যার মামলার রায় ঘোষণা হওয়ার পর আজ দুপুরে সাংবাদিক

অযোধ্যা রায় নিয়ে কেন চুপ তৃণমূল? ফাঁস করলেন দিলীপ

কলকাতা: ১৩৪ বছরের দীর্ঘ বিতর্কে পর অবশেষে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত৷ অবশেষে যবনিকা পতন ঘটেছে অযোধ্যার মামলার রায়ে৷ আজ সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হওয়ার পর কেন তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেল না? বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
অযোধ্যার অযোধ্যার মামলার রায় ঘোষণা হওয়ার পর আজ দুপুরে সাংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ৷ অযোধ্যা রায়কে কে স্বাগত জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি৷কোন প্রতিক্রিয়া দিচ্ছে না তৃণমূল? সাংবাদিক বৈঠকে জবাব দিলীপ ঘোষ৷

রাজ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ভারতবর্ষের সংস্কৃতিতে কোনও সমস্যা দেখা দিলে তৃণমূল চুপ করে থাকে৷ রাষ্ট্রের স্বার্থে কিছু হলে তৃণমূল কিছু বলে না৷ কারণ সব জায়গাতেই ওদের ভোটের হিসাব চলে৷ আমরা জানি, পাকিস্তানি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে৷ এয়ারস্ট্রাইক হয়েছে৷ এই ধরনের বহু ঘটনা ঘটেছে৷ পুলওয়ামা হামলা ঘটেছে বা ৩৭০ ধারা নিয়েও বিতর্ক হয়েছে৷ সেই বিষয়ে তারা মৌন ছিলেন৷ রাজনৈতিক স্বার্থে যারা কথা বলেন, তাদের এই নিয়ে কথা বলা মুশকিল আছে৷ সেখানে শাখের করাতের অবস্থা হয়৷ ভারতীয় জনতা পার্টি দেশের স্বার্থে কথা বলে৷ আর সমাজের স্বার্থে কথা বলে৷ আমার মনে হয় টিএমসি আগেও এই নিয়ে কিছু বলতে পারবে না৷’’

অযোধ্যা মামলার রায় ঘোষণা হওয়ার পর রাজনৈতিক মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ কংগ্রেসের তরফ থেকে রায়কে স্বাগত জানানো হয়েছে৷ বিজেপি এই রায়ে উচ্ছ্বসিত৷ রায় ঘোষণার পর বেশ কিছু প্রশ্ন তুলেছে সিপিএম৷ প্রশ্ন তুলেছে সন্নি ওয়াকফ বোর্ড ও সংসদ আসাদউদ্দিন ওয়াইসি৷

সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা গেলেও এখনও (বিকেল সাড়ে তিনটে) পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূলের টুইটার পেজ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের টুইটার পেজে অযোধ্যা মামলা সংক্রান্ত কোন পোস্ট করা হয়নি৷ আজ দুপুর সাড়ে তিনটে পর্যন্ত তৃণমূলের অফিশিয়াল টুইটার পেজে মোট চারটি পোস্ট করা হয়৷ তার মধ্যে দুটি টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট থেকে নেওয়া৷ মুখ্যমন্ত্রীর টুইটার পেজে আজ বিকেল সাড়ে তিনটে পর্যন্ত দুটি পোস্ট করা হয়েছে৷ সেখানে জাতীয় আইন পরিষেবা দিবস ও তেজস্বী যাদবের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটারে শেষ পোস্টটি করা হয়েছে আজ সকাল ৮:০৫ পর্যন্ত৷ কিন্তু রায় ঘোষণা হওয়ার পর এই নিয়ে কোনও টুইট কিংবা সাংবাদিক বৈঠক অথবা কোন নেতা-মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ এবাস সেই নীরবতাকেই পুঁজি করে কটাক্ষ দিলীপ ঘোষের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *