কলকাতা ও নয়াদিল্লি: অমিত শাহের রোড-শোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ নির্বাচন কমিশনে দফায় দফায় অভিযোগ দায়ের তৃণমূল-বিজেপির৷ ভোটের আগে অগ্নিগর্ভ বাংলার রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন৷ ঘণ্টাখানিকের মধ্যেই এই বৈঠক শুরু হওয়ার কথা৷ মঙ্গলবার রাতের ঘটনা বিস্তারিত জানতে ও সংঘর্ষ পরবর্তি পরিস্থিতি পদক্ষেপ নিতেই এই বৈঠক বলে কমিশন সূত্রে খবর৷
তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনার পর রাজ্যের সিও দপ্তরের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন৷ সেই রিপোর্টের ভিত্তিতে আজ সিও দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে কমিশন৷
Election Commission to hold a meeting with West Bengal observers on poll violence in the state at 11.30 am today via video conferencing pic.twitter.com/9AemO9TkG2
— ANI (@ANI) May 15, 2019
অন্যদিকে, বিদ্যাসগরের মূর্তি ভাঙা ও বিজেপির আক্রমণ নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের কাছে বুধবার সময় চাইল তৃণমূল। কমিশনের কাছে তৃণমূলের প্রতিনিধিদলে থাকবেন ডেরেক ওব্রায়েন, সুখেন্দরশেখর রায়, মনীশ গুপ্ত, নাদিমুল হক। তাঁদের অভিযোগ, অমিত শাহর রোড শোর নামে বাইরের রাজ্য থেকে লোকজন এনে কলকাতায় গুন্ডামি চালিয়েছে বিজেপি। আবার একই ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ জানানোর কর্মসূচি রয়েছে বিজেপির।
অমিত শাহের ব়্যালিতে হামলা, পাল্টা হামলার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানোর দাবি বিজেপির৷ মঙ্গলবার রাতেই কমিশনে গিয়ে অভিযোগ জানান মুক্তার আব্বাস নাকভি ও নির্মলা সীতারমন৷
কমিশনে গিয়ে বিজেপির তরফে বলা হয়, ‘‘বাংলায় গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজে তার দলের লোকদের হামলার জন্য প্রভাবিত করছে৷ আজ, অমিত শাহরে কলকাতার ব়্যালিতে হামলা চালানো হয়েছে৷ আমাদের বেশ কয়েকজন জখম৷ এই ঘটনা পর বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন৷ মমতাজি নিজেই আতঙ্কের পরিবেশ তৈরি করছে৷ এই পরিস্থিতি আমরা চাই, মুখ্যমন্ত্রীর উপর প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নির্বাচন কমিশন৷’’
MA Naqvi after BJP meets EC on clashes at Amit Shah’s roadshow in Kolkata, #WestBengal: We demanded EC disturbing elements&history-sheeters be arrested immediately,central forces’ flag march be conducted&CM Mamata Banerjee be barred from campaigning for instigating her supporters pic.twitter.com/xtmtLcifuz
— ANI (@ANI) May 14, 2019
আজ বিবেকানন্দ কলেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি খতিয়ে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এমন ধরনের রাজনৈতিক দাঙ্গা আমি আগে কখনও দেখেনি৷ কলেজটা পুরো ভাঙচুর করেছে৷ এই ঘটনার নিন্দা জানানো ভাষা নেই আমার৷ আমরা এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করব৷ এমন ঘটনা যারা ঘটিয়েছে, তাদের ছেড়ে কথা বলব না৷’’ এদিন সিপি বলেন, ‘‘আমরা ১১০ জনকে গ্রেপ্তার করেছি৷ আমরা এর তদন্ত করে দেখছি৷’’
Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee visits Vidyasagar College; clashes broke out near it at BJP President Amit Shah’s roadshow today. #WestBengal pic.twitter.com/LDZa5HpZvM
— ANI (@ANI) May 14, 2019
অমিত শাহর রোড শো’র মাঝেই ধুন্ধুমার বাধে কলেজ স্ট্রিটের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। মঙ্গলবার অমিত শাহর পদযাত্রা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছায় তখন সেখানে টিএমসিপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিল৷ এর পালটা হিসাবে বিজেপি-র ওই পদযাত্রা থেকেও কর্মী সমর্থকরা ইঁট, পাথর, লোহার রড, বাঁশ, লাঠি জলের বোতল সবই ছোঁড়েন। পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের গেটের ব্যারিকেড ভেঙে মারমুখি হয় ওঠেন পড়ুয়ারাও। তবে পদযাত্রা সেখান থেকে চলে যাওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পদযাত্রা বিদ্যাসাগর কলেজের সামনে গেলে সেখানেও চলে ইটবৃষ্টি৷ অভিযোগ, কলেজের ভিরত থেকে মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয়৷ পাল্টা হামলা চালায় বিজেপি৷ দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ বিজেপি সমর্থকরা বিদ্যাসাগর কলেজে ঢুকে বেপরোয়া ভাবে ভাঙচুর চালায়৷ ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি৷ পরে, কলেজের বাইরে থাকা তিনটি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷ কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ৷